আরজি কর থেকে নিখোঁজ বৃদ্ধ, গাফিলতির অভিযোগ দায়ের হাসপাতালের বিরুদ্ধে
হাসপাতালের সিবি অবজার্ভেশন ওয়ার্ডের ভর্তি ছিলেন তিনি। চোট গুরুতর হলেও ধীরে ধীরে সেরে উঠছিলেন। শনিবার ভোরে হঠাৎ সেখান থেকে উধাও হয়ে যান বছর আটষট্টির বিমলবাবু! ঘটনার পর একটা দিন কেটে গেলেও খোঁজ মেলেনি তাঁর।
নিজস্ব প্রতিবেদন: এসএসকেএম, বাঙুরের পর এবার ফের প্রশ্নের মুখে সরকারি হাসপাতাল। আরজি কর হাসপাতাল থেকে রহস্যজনকভাবে উধাও রোগী। পরিবার সূত্রে খবর, বাড়ির বাথরুমে গিয়েছিলেন শিলিগুড়ির মাটিগাড়ার বাসিন্দা বিমল দত্ত (৬৮)। মাথায় গুরুতর চোট নিয়ে গত ১০ জুলাই তাঁকে আরজি করে ভর্তি করা হয়।
সূত্রের খবর, হাসপাতালের সিবি অবজার্ভেশন ওয়ার্ডের ভর্তি ছিলেন তিনি। চোট গুরুতর হলেও ধীরে ধীরে সেরে উঠছিলেন। শনিবার ভোরে হঠাৎ সেখান থেকে উধাও হয়ে যান বছর আটষট্টির বিমলবাবু! ঘটনার পর একটা দিন কেটে গেলেও খোঁজ মেলেনি তাঁর।
আরও পড়ুন: খেজুরিতে বিজেপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ
টালা থানায় নিখোঁজ ডায়েরি করেছে রোগীর পরিবার। পাশাপাশি হাসপাতালের বিরুদ্ধে গফিলতির লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে টালা থানার পুলিস। হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।