Municipal Recruitment Scam: পুর-নিয়োগে দুর্নীতি মামলায় ধাক্কা রাজ্যের, কী রায় দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ?
শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় এক যোগে তদন্ত করছে সিবিআই ও ইডি। সেই তালিকায় এবার জুড়ে গিয়েছে পুর নিয়োগে দুর্নীতিও!
অর্ণবাংশু নিয়োগী: পুর নিয়োগে দুর্নীতি মামলায় হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য। কীভাবে? সিবিআই তদন্ত রুখতে যে আর্জি জানানো হয়েছিল, সেই খারিজ করে দিল বিচারপতি বিশ্বজিৎ বসুর ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণ, 'দুর্নীতি কোনও ভাবেই মেনে নেওয়া হবে না। তদন্ত বন্ধ করা হবে না'। তথ্য-প্রমাণ পেশের নির্দেশ দেওয়া হল ইডি-কে।
শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় এক যোগে তদন্ত করছে সিবিআই ও ইডি। সেই তালিকায় এবার জুড়ে গিয়েছে পুর নিয়োগে দুর্নীতিও!
কীভাবে? শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় এখন ইডি-র হেফাজতে অয়ন শীল। তাঁর বাড়ি থেকে পুর নিয়োগ সংক্রান্ত একাধিক নথি উদ্ধার করেছেন তদন্তকারীরা। ইডি সূত্রের খবর, উদ্ধার হওয়া সেইসব নথিতে কাঁচড়াপাড়া, নিউ ব্যারাকপুর, টিটাগড়, বরানগর, কামারহাটি, হালিশহর, দক্ষিণ দমদম, উত্তর দমদমের মত একাধিক পুরসভার নাম রয়েছে। এরপরই মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে।
আরও পড়ুন: Mamata Banerjee: ফের বাজি কারখানায় বিস্ফোরণ! বজবজে যাবেন মুখ্যমন্ত্রী...
পুর-নিয়োগে দুর্নীতি মামলার সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই রায়কে চ্যালেঞ্জ করে প্রথমে সু্প্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। কিন্তু পুর-নিয়োগে দুর্নীতির তদন্তে অন্তবর্তীকালীন স্থগিতাদেশ জারি করে মামলাটি ফেরত পাঠিয়ে দেওয়া হয় হাইকোর্টেই। এরপর যখন হাইকোর্টে ফের মামলাটির শুনানি হয়, তখন সিবিআই তদন্তের নির্দেশই বহাল রাখেন বিচারপতি অমৃতা সিনহা। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে আবার ডিভিশন বেঞ্চে মামলা করে রাজ্য।