Modi in Kolkata: আজ কলকাতায় মোদী; কী কী কর্মসূচি থাকছে প্রধানমন্ত্রীর? দেখুন একনজরে

বছর শেষে জোড়া উপহার। হাওড়া থেকে বন্দে এক্সপ্রসের যাত্রা শুরু। সঙ্গে জোকা-তারাতলা মেট্রো উদ্বোধন।  'পশ্চিমবঙ্গের মানুষে সঙ্গে থাকা সবসময়ই বিশেষ ব্যাপার।',বাংলায় টুইট করলেন মোদী।

Updated By: Dec 29, 2022, 11:52 PM IST
Modi in Kolkata: আজ কলকাতায় মোদী; কী কী কর্মসূচি থাকছে প্রধানমন্ত্রীর? দেখুন একনজরে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিনভর ঠাসা কর্মসূচি। শুক্রবার কলকাতায় প্রধানমন্ত্রী। 'ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির সামনে ধরনায় বসা যাবে না', চাকরিপ্রার্থীদের জানিয়ে দিল পুলিস। হাওড়া স্টেশনে ত্রিস্তরীয় নিরাপত্তা।

ফের বঙ্গসফরে মোদী। সকালে সাড়ে ১০টায় দমদম বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রেসকোর্সে। সেখান থেকে সড়কপথে পৌঁছবেন হাওড়া স্টেশনে।

 

 

 

বঙ্গ সফরে মোদী
--------
সকাল ১১.১৫
---- 
হাওড়ায় বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন
জোকা তারাতলা মেট্রোর সূচনা
এনজেপি রেল স্টেশনের সংস্কার-র আরও বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন
অনুষ্ঠানে উপস্থিত থাকবে রেলমন্ত্রী, রাজ্য়পাল, মুখ্যমন্ত্রী ও রেলের শীর্ষ আধিকারিকরা
--
দুপুর ১২টা
---
গার্ডেনরিচে ভারতীয় নৌসেনার পূর্বাঞ্চলী কার্যালয়ে প্রধানমন্ত্রী।
আইএনএস সুভাষে নেতাজির মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন
ন্যাশনাল ইনস্টিটিউট  অব ওয়াটার স্য়ানিটেশনের সূচনা।
ন্যাশনাল মিশন ফর ক্নিন গঙ্গা প্রকল্পে ৭ নিকাশি প্রকল্পের সূচনা।
৫ ওয়াটার ট্টিটমেন্ট প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থাপন।
---
দুপুর ১২.২৫
--
জাতীয় গঙ্গা মিশনের বৈঠকে যোগ দেবেন মোদী। 
বৈঠকে থাকবেন জলশক্তি মন্ত্রক-সহ অন্যন্য মন্ত্রকের প্রতিনিধিরা 
বৈঠকে যোগ দেওয়ার কথা গঙ্গা পরিষদের সদস্য রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের। 
বৈঠকে থাকবেন অর্থমন্ত্রী, জলসম্পদ মন্ত্রী, কৃষিমন্ত্রী
বৈঠকে থাকবেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব।
---
বিকেল ৩.২০
---
দমদম বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী।
----

এদিকে মোদীর সফরের আগে কলকাতায় দুর্ঘটনার কবলে পড়ল প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা গাড়ি। কীভাবে? এদিন দুপুরে রেড রোডে সিগন্যালে দাঁড়িয়েছিল শহরের এক চিকিৎসকের গাড়ি। আচমকাই সেই গাড়িতে ধাক্কা মারে এসপিজি-র গাড়িটি। এতটাই জোরে ধাক্কা লাগে যে, গাড়ির ভিতরে বসে তীব্র ঝাঁকুনি টের পান ওই চিকিৎসক। প্রায় সঙ্গে সঙ্গেই গাড়ি থেকে নেমেও পড়েন তিনি। এসপিজি-র গাড়িটি যাঁরা ছিলেন, ওই চিকিৎসকের কাছে তাঁরা ক্ষমা চান। জানান, গাড়ির ব্রেক ফেল করাতেই এই দুর্ঘটনা। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.