বইমেলায় NRC-CAA বিক্ষোভ অতিবাম পড়ুয়াদের, পুলিসের সঙ্গে ধস্তাধস্তি
প্রচার পেতে এসব করছে ওরা, বলেন রাহুল সিনহা।
নিজস্ব প্রতিবেদন: নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিকপঞ্জির প্রতিবাদে উত্তাল বইমেলা। শনিবার বইমেলায় বিজেপি নেতা রাহুল সিনহাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে অতিবাম ছাত্রছাত্রীরা। পুলিসের সঙ্গে পড়ুয়াদের দফায় দফায় চলে অশান্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত ৭ নম্বর গেট বন্ধ করে দেওয়া হয়। আটক করা হয়েছে ১১ জন বিক্ষোভকারী।
ঘটনার সূত্রপাত শনিবার বিকেলে। জনবার্তা স্টলে পৌছঁন রাহুল সিনহা। স্টলের বাইরে ওই সময় স্লোগান দিচ্ছিলেন পড়ুয়ারা। NRC, CAA বিরোধিতায় পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে কয়েকজন পড়ুয়া। পড়ুয়াদের অভিযোগ, বিজেপির কয়েকজন সমর্থক ধাক্কাধাক্কি করে পোস্টার ছিঁড়ে দেয়। শুরু হয় উত্তেজনা। যদিও এই আন্দোলনকে গুরুত্ব দিতে নারাজ রাহুল সিনহা। বিজেপির কেউ মারমারি করেনি বলেও দাবি করেন তিনি। রাহুলবাবু বলেন,''প্রচার পেতে এসব করছে ওরা।''
দুই আন্দোলনকারী পড়ুয়াকে বিধাননগর পুলিস কন্ট্রোল রুমের সামনে তুলে আনে। তাঁদেরকে ছাড়াতে ততক্ষণে কন্ট্রোল রুমের সামনে হাজির হয়ে যান বহু আন্দোলনকারী। মুহূর্তে শুরু হয়ে যায় অশান্তি। পুলিসের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু হয় পড়ুয়াদের। তাঁদের দাবি,পুলিস বেধড়ক মারধর করেছে। বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র সৌরিশ মুখোপাধ্যায় বলেন,''গত কয়েকদিন ধরে বিশ্ব হিন্দু পরিষদের স্টলের সামনে উস্কানিমূলক স্লোগান দিচ্ছিল বাম পড়ুয়ারা। আন্তর্জাতিক বইমেলাকে কেন রাজনীতির আখড়া তৈরি করছে ওরা? পুলিস প্রশাসনকে জানানো সত্ত্বেও কিছু হয়নি। আজ ওরা স্টলের ভিতরে ঢুকে পড়তে যাচ্ছিল। গেটে আটকানো হয়।''
একটা সময় মাইকিং করতে হয় বইমেলা কর্তৃপক্ষকে। আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭ নম্বর গেট বন্ধ করে দেওয়া হয়।
আরও পড়ুন- মহা Exit Poll, Delhi Vote 2020: দিল্লিতে ফিরছে আপ, ইঙ্গিত অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায়