অবশেষে ট্যাংরাকাণ্ডে বিজয় রানা বলে একজনকে গ্রেফতার করেছে পুলিস

অবশেষে  ট্যাংরাকাণ্ডে গ্রেফতার। সকালে বিজয় রানা বলে একজনকে গ্রেফতার করেছে ট্যাংরা থানার পুলিস। গত তেরোই মার্চ  পিলখানায় এলাকায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউ ঘনিষ্ঠকে খুনের চেষ্টা করা হয়। রাহুল রায় নামে ওই ব্যক্তির দু পা কেটে দেয় দুষ্কৃতীরা। তারপর রেল লাইনে ফেলে তাঁকে খুনের চেষ্টা হয়।  পুলিস জানতে পেরেছে ধৃত বিজয় রানা রাহুলের পা কাটার সময়ে সেখানে উপস্থিত ছিল। বাকি অভিযুক্তদের  হদিশ পেতে বিজয়কে দফায় দফায় জেরা করছে পুলিস।অভিযুক্তরা সকলেই বর্তমান এক কাউন্সিলরের অনুগামী বলে অভিযোগ পরিবারের। গোটা ঘটনায় এক তৃণমূল বিধায়কের অনুগামীদেরও নাম জড়িয়েছে।  ঘটনার জেরে ফের প্রকাশ্যে চলে আসে শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্ব।

Updated By: Apr 3, 2016, 09:59 PM IST
 অবশেষে ট্যাংরাকাণ্ডে বিজয় রানা বলে একজনকে গ্রেফতার করেছে পুলিস

ওয়েব ডেস্ক: অবশেষে  ট্যাংরাকাণ্ডে গ্রেফতার। সকালে বিজয় রানা বলে একজনকে গ্রেফতার করেছে ট্যাংরা থানার পুলিস। গত তেরোই মার্চ  পিলখানায় এলাকায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউ ঘনিষ্ঠকে খুনের চেষ্টা করা হয়। রাহুল রায় নামে ওই ব্যক্তির দু পা কেটে দেয় দুষ্কৃতীরা। তারপর রেল লাইনে ফেলে তাঁকে খুনের চেষ্টা হয়।  পুলিস জানতে পেরেছে ধৃত বিজয় রানা রাহুলের পা কাটার সময়ে সেখানে উপস্থিত ছিল। বাকি অভিযুক্তদের  হদিশ পেতে বিজয়কে দফায় দফায় জেরা করছে পুলিস।অভিযুক্তরা সকলেই বর্তমান এক কাউন্সিলরের অনুগামী বলে অভিযোগ পরিবারের। গোটা ঘটনায় এক তৃণমূল বিধায়কের অনুগামীদেরও নাম জড়িয়েছে।  ঘটনার জেরে ফের প্রকাশ্যে চলে আসে শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্ব।

.