দাবাং পুলিস! ভোটের দিন দোকান বন্ধ না রাখায় মালিককে মার পুলিসের (সিসিটিভি ভিডিও)
২১ এপ্রিল। গোটা রাজ্যে চলছিল চতুর্থ দফার ভোট গ্রহণ। কলকাতায় ছিল প্রথম দফা। কলকাতা উত্তরের ৭ কেন্দ্রে ভোট গ্রহণ ছিল গতকাল। শ্যামপুকুর বিধানসভাকেন্দ্রেও চলছিল ভোট গ্রহণ। যেখানে সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্বে পুলিস, সেখানে রক্ষকই আম আদমিকে হেনস্থা করছে, সিসিটিভিতে ধরা পড়ল সেই ছবি। ভোটের দিন দোকান কেন খোলা রাখা হয়েছে? দোকান মালিককে সোজা চড়-থাপ্পর মারছেন পুলিস আধিকারিক নগেন্দ্র নাথ ত্রিপাঠি (ডেপুটি কমিশনার গোয়েন্দা শাখা)। দেখুন সেই ভিডিও-
ওয়েব ডেস্ক: ২১ এপ্রিল। গোটা রাজ্যে চলছিল চতুর্থ দফার ভোট গ্রহণ। কলকাতায় ছিল প্রথম দফা। কলকাতা উত্তরের ৭ কেন্দ্রে ভোট গ্রহণ ছিল গতকাল। শ্যামপুকুর বিধানসভাকেন্দ্রেও চলছিল ভোট গ্রহণ। যেখানে সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্বে পুলিস, সেখানে রক্ষকই আম আদমিকে হেনস্থা করছে, সিসিটিভিতে ধরা পড়ল সেই ছবি। ভোটের দিন দোকান কেন খোলা রাখা হয়েছে? দোকান মালিককে সোজা চড়-থাপ্পর মারছেন পুলিস আধিকারিক নগেন্দ্র নাথ ত্রিপাঠি (ডেপুটি কমিশনার গোয়েন্দা শাখা)। দেখুন সেই ভিডিও-
#WATCH: Policeman slaps a shopkeeper in Shyampukur(Kolkata, WB) for not closing his shop during elections(21/04/16)https://t.co/2mfaS9UvHO
— ANI (@ANI_news) April 22, 2016
এক উচ্চ পদস্থ আধিকারিকের এহেন আচরণের পরও তাঁর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন।