বোটানিকাল গার্ডেনে দূষণে অভিযুক্ত কর্তৃপক্ষ

কর্তৃপক্ষের অসাবধানতায় শিবপুর বোটানিকাল গার্ডেনের ভিতর দূষণ ছড়াচ্ছে বলে অভিযোগ আনলেন পরিবেশপ্রেমীরা। আগুন জ্বালিয়ে রাস্তা সারাইয়ের কাজ চলছে বোটানিক্যাল গার্ডেনের ভিতর। আর এর জেরে বাগানের ভিতরের গাছপালার ক্ষতি হচ্ছে বলে পরিবেশপ্রেমীদের অভিযোগ। এমনকী, এতে সমস্যায় পড়ছেন প্রাতঃভ্রমণকারীরাও। যদিও বাগান কর্তৃপক্ষের দাবি, যথেষ্ট সাবধানতা অবলম্বন করেই রাস্তা সারাইয়ের কাজ করা হচ্ছে। গাছের কোনও ক্ষতি হচ্ছে না বলেও তাদের দাবি।  

Updated By: Mar 25, 2012, 08:42 PM IST

কর্তৃপক্ষের অসাবধানতায় শিবপুর বোটানিকাল গার্ডেনের ভিতর দূষণ ছড়াচ্ছে বলে অভিযোগ আনলেন পরিবেশপ্রেমীরা। আগুন জ্বালিয়ে রাস্তা সারাইয়ের কাজ চলছে বোটানিক্যাল গার্ডেনের ভিতর। আর এর জেরে বাগানের ভিতরের গাছপালার ক্ষতি হচ্ছে বলে পরিবেশপ্রেমীদের অভিযোগ। এমনকী, এতে সমস্যায় পড়ছেন প্রাতঃভ্রমণকারীরাও। যদিও বাগান কর্তৃপক্ষের দাবি, যথেষ্ট সাবধানতা অবলম্বন করেই রাস্তা সারাইয়ের কাজ করা হচ্ছে। গাছের কোনও ক্ষতি হচ্ছে না বলেও তাদের দাবি।  
বোটানিক্যাল গার্ডেনের ভিতরে সিইএসসি-র ভূগর্ভস্থ টানেল রয়েছে। বছরকয়েক আগে ভূগর্ভস্থ কেবল লাইন সারানোর জন্য বাগানের কিউরেটর অফিসের সামনের কিছু অংশের রাস্তা খোঁড়া হয়। এরপর থেকে সেই অবস্থাতেই পড়েছিল রাস্তাটি। সম্প্রতি রাস্তা সারানোর জন্য সিইএসসি কর্তৃপক্ষকে নির্দেশ দেয় হাইকোর্ট। বাগান কর্তৃপক্ষের তরফে যোগাযোগ করা হয় কেন্দ্রীয় পূর্ত দফতরের সঙ্গে। ১৫০ মিটার দীর্ঘ রাস্তা সারাতে ৯ লক্ষ ৮৪ হাজার টাকা লাগবে বলে হিসেব দেয় কেন্দ্রীয় পূর্ত দফতর। এরপরই কেন্দ্রীয় পূর্ত দফতরের হাতে ১০ লক্ষ টাকা তুলে দেয় সিইএসসি। শুরু হয় কাজ।
পরিবেশপ্রেমীদের অভিযোগ, রাস্তা সারানোর জন্য বাগানের ভিতরেই কিউরেটর অফিসের সামনে আগুন জ্বেলে পিচ গলানো হচ্ছে। যার ফলে কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে চারদিক। ক্ষতি হচ্ছে পরিবেশের। আগুন জ্বালানোয় বহু মূল্যবান গাছের পাতা ঝলসে যাচ্ছে বলেও তাঁদের অভিযোগ।
 
প্রশ্ন উঠেছে, পিচ গলানোর কাজ কেন বাগান চত্বরেরে বাইরে করা হচ্ছে না? বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষের বক্তব্য, ওই ভাবে রাস্তা তৈরি করা সম্ভব নয়।

.