Parliamentary Standing Committe: টার্গেট বাংলা? সংসদে স্ট্যান্ডিং কমিটির বৈঠকে ভোট পরবর্তী হিংসা নিয়ে আলোচনা!
Parliamentary Standing Committe: চেয়ারম্যানকে চিঠি দিয়ে আপত্তি জানাল তৃণমূল। সংসদের মালা রায়ের দাবি, 'সব রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে আলোচনা করতে হবে'। সঙ্গে হুঁশিয়ারি, 'শুধু বাংলা নিয়ে আলোচনা হলে প্রতিবাদ হবে'।
প্রবীর চক্রবর্তী: সংসদের স্ট্যান্ডিং কমিটিতে বৈঠকের আলোচ্য সূচিতে এবার ভোট পরবর্তী হিংসা! চেয়ারম্যানকে চিঠি দিয়ে আপত্তি জানাল তৃণমূল। সংসদের মালা রায়ের দাবি, 'সব রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে আলোচনা করতে হবে'। সঙ্গে হুঁশিয়ারি, 'শুধু বাংলা নিয়ে আলোচনা হলে প্রতিবাদ হবে'।
ঘটনাটি ঠিক কী? লোকসভা, বিধানসভা, এমনকী পঞ্চায়েতও। এ রাজ্য়ের ভোট মিটলেই হিংসার অভিযোগ তোলে বিরোধীরা। গত বছর লোকসভা ভোটের পর হিংসা পরিস্থিতি পর্যালোচনায় কেন্দ্রীয় টিম গঠন করেছিলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। বাংলায় এসেছিল ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব দেবের নেতৃত্বাধীন চার সদস্যের প্রতিনিধি দল। পশ্চিমবঙ্গ ছাড়া বাকি দেশের আর কোথাও হিংসার ঘটনা ঘটেনি!
আগামীকাল, মঙ্গলবার বৈঠকে বসছে সংসদের স্বরাষ্ট্র বিষয়ক স্ট্যান্ডিং। সেই বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় হল ভোট পরবর্তী হিংসা। তৃণমূলের আশঙ্কা, ছব্বিশে বিধানসভা ভোটের আর বেশি দেরি নেই। রাজনৈতিক কারণেই ভোট পরবর্তী হিংসা নিয়ে আলোচনায় পশ্চিমবঙ্গকে অগ্রাধিকার দেবে বিজেপি সরকার। কাঠগড়ায় তোলার চেষ্টা করা হবে এ রাজ্যের সরকারকেই।
সংসদের স্বরাষ্ট্র বিষয়ক স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য কলকাতা দক্ষিণের তৃণমূল সাংসদ মালা রায়। তাঁর বক্তব্য, যুক্তরাষ্ট্রীয় কাঠামো অক্ষুন্ন রাখতে সমস্ত রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে আলোচনা করা হোক স্ট্যান্ডিং কমিটি বৈঠকে। কিন্তু যদি দেখা যায় শুধুমাত্র পশ্চিমবঙ্গকে নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে তুমুল প্রতিবাদ করা হবে।
আরও পড়ুন: Kunal Ghosh: নিঃশব্দে প্রত্যাবর্তন! উপনির্বাচনের আগে তৃণমূলে পদ ফিরে পেলেন কুণাল....
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)