পোস্তা উড়ালপুল মামলার শুনানিতে ধৃতদের জামিন নিয়ে এজলাসেই তীব্র মতভেদ দুই বিচারপতির!

পোস্তা উড়ালপুল মামলার শুনানিতে ধৃতদের জামিন নিয়ে এজলাসেই তীব্র মতভেদ হাইকোর্টের দুই বিচারপতির। দশ অভিযুক্তের জামিন খারিজ করেও পরে মতবদল করেন বিচারপতি সিএস কারনান। এনিয়ে প্রশ্ন তোলেন বেঞ্চের অন্য বিচারপতি অসীমকুমার রায়। তাঁর প্রশ্ন, এজলাসে নেওয়া সিদ্ধান্ত চেম্বারে বসে একতরফাভাবে বদলানো হল কী করে?

Updated By: Jun 7, 2016, 01:23 PM IST
 পোস্তা উড়ালপুল মামলার শুনানিতে ধৃতদের জামিন নিয়ে এজলাসেই তীব্র মতভেদ দুই বিচারপতির!

ওয়েব ডেস্ক: পোস্তা উড়ালপুল মামলার শুনানিতে ধৃতদের জামিন নিয়ে এজলাসেই তীব্র মতভেদ হাইকোর্টের দুই বিচারপতির। দশ অভিযুক্তের জামিন খারিজ করেও পরে মতবদল করেন বিচারপতি সিএস কারনান। এনিয়ে প্রশ্ন তোলেন বেঞ্চের অন্য বিচারপতি অসীমকুমার রায়। তাঁর প্রশ্ন, এজলাসে নেওয়া সিদ্ধান্ত চেম্বারে বসে একতরফাভাবে বদলানো হল কী করে?

হাইকোর্টের এজলাসেই আজ এই প্রশ্ন তোলেন বিচারপতি অসীমকুমার রায়। এইভাবে সিদ্ধান্ত বদল বিচারব্যবস্থার জন্য অপমানজনক। মন্তব্য বিচারপতি অসীমকুমার রায়ের। পাশাপাশি তিনি নিজেও অপমানিত বোধ করছেন বলে প্রতিক্রিয়া বিচারপতি রায়ের। এমনকী তিনি তিনি পদত্যাগও করতে পারেন বলে জানিয়েছে বিচারপতি রায়। 

.