তৃণমূলকে তোপ প্রদীপের

তৃণমূল কংগ্রেস কর্মীদের হাতে কংগ্রেস কর্মীরা আক্রান্ত হচ্ছেন, এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। চিঠিতে তৃণমূল কংগ্রেসকে ভৈরব বাহিনীর সঙ্গে তুলনা করেছেন। গোটা রাজ্য জুড়ে সন্ত্রাসের প্রতিবাদে লাগাতার আন্দোলনের কর্মসূচিও গ্রহণ করেছে কংগ্রেস।

Updated By: Jan 27, 2012, 11:38 PM IST

তৃণমূল কংগ্রেস কর্মীদের হাতে কংগ্রেস কর্মীরা আক্রান্ত হচ্ছেন, এই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। চিঠিতে তৃণমূল কংগ্রেসকে ভৈরব বাহিনীর সঙ্গে তুলনা করেছেন। গোটা রাজ্য জুড়ে সন্ত্রাসের প্রতিবাদে লাগাতার আন্দোলনের কর্মসূচিও গ্রহণ করেছে কংগ্রেস।  জোটশরিক কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সংঘাত আবার প্রকাশ্যে। এবারের ইস্যু রাজ্যের সন্ত্রাস। তৃণমূলের একাংশকে ভৈরব বাহিনী বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন প্রদীপ ভট্টাচার্য। প্রদেশ কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে ফেব্রুয়ারি মাস থেকে তারা সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন শুরু করবে।

.