ফের বিশ্বভারতীতে ছবি বিতর্ক

রাষ্ট্রপতির সফরের সময় ফের বিশ্বভারতীতে মাথাচাড়া দিল ছবি বিতর্ক। রবীন্দ্র গবেষক ও শিল্পীদের দাবি, রবীন্দ্রনাথের আঁকা যে অপ্রকাশিত আটত্রিশটি ছবির প্রদর্শনী উদ্বোধন করলেন রাষ্ট্রপতি, তার বেশ কয়েকটি আগেই প্রকাশ পেয়েছে।

Updated By: Nov 28, 2011, 09:06 PM IST

রাষ্ট্রপতির সফরের সময় ফের বিশ্বভারতীতে মাথাচাড়া দিল ছবি বিতর্ক। রবীন্দ্র গবেষক ও শিল্পীদের দাবি, রবীন্দ্রনাথের আঁকা যে অপ্রকাশিত আটত্রিশটি ছবির প্রদর্শনী উদ্বোধন করলেন রাষ্ট্রপতি, তার বেশ কয়েকটি আগেই প্রকাশ পেয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের অপ্রকাশিত আটত্রিশটি ছবির প্রদর্শনী উদ্বোধনে, মঙ্গলবার বিশ্বভারতীতে গিয়েছিলেন রাষ্ট্রপতি প্রতিভা পাটিল। সঙ্গে ছিলেন রাজ্যপাল এম কে নারায়ণন। ছবিগুলি অপ্রকাশিত বলে দাবি করা হলেও, রবীন্দ্র গবেষক এবং শিল্পী মহল জানিয়েছেন, প্রদর্শনীতে থাকা একাধিক ছবি আগেই কোথাও না কোথাও প্রকাশ পেয়েছে। সম্প্রতি গভর্নমেন্ট আর্ট কলেজে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবির একটি প্রদর্শনী হয়েছিল। পরে জানা যায়, ছবিগুলির অধিকাংশই ছিল নকল। জানানো হয়েছিল প্রতিবাদ। রাষ্ট্রপতিকে কাছে পেয়ে, মঙ্গলবার সেবিষয়ে লিখিত প্রতিবাদ জানাল বিশ্বভারতী।
 
 

.