নবান্নে সাংবাদিকদের গতিবিধি নিয়ন্ত্রণ করল সরকার, প্রেস কর্ণার ছাড়া অন্যত্র যেতে মানা, মন্ত্রী, সচিবদের সাক্ষাতে লাগবে অনুমতি
নবান্নে সাংবাদিকদের গতিবিধি নিয়ন্ত্রণ করল সরকার। প্রেস কর্ণার ছাড়া অন্যত্র যাতায়েত করতে পারবেন না সাংবাদিকরা। মন্ত্রী, সচিবদের সাক্ষাতে অনুমতি লাগবে সাংবাদ মাধ্যমের প্রতিনিধিদের। এমনই নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। এমনকী ১৩ ও ১৪ তলায় যেতে হলে আগাম সম্ময়ি নিতে হবে সাংবাদিকদের।
নবান্নে সাংবাদিকদের গতিবিধি নিয়ন্ত্রণ করল সরকার। প্রেস কর্ণার ছাড়া অন্যত্র যাতায়েত করতে পারবেন না সাংবাদিকরা। মন্ত্রী, সচিবদের সাক্ষাতে অনুমতি লাগবে সাংবাদ মাধ্যমের প্রতিনিধিদের। এমনই নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। এমনকী ১৩ ও ১৪ তলায় যেতে হলে আগাম সম্ময়ি নিতে হবে সাংবাদিকদের।
রাজ্যসরকারের এই নির্দেশের নিন্দায় সরব হয়েছে সাংবাদিক মহল। এই ভাবে খোদ রাজ্য প্রশাসনের সদর দফতরে সাংবাদিকদের গতিবিধি নিয়ন্ত্রিত হওয়ার জেরে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠে গেল। প্রবীণ সাংবাদিক সুখরঞ্জন সেনগুপ্ত ২৪ ঘণ্টাকে তেলিফোনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে বলেন, "মহিলা হিটলার হয়ে গিয়েছেন।"
নবান্নে সাংবাদিকদের গিতিবিধি নিয়ন্ত্রিত হওয়ার নির্দেশের নিন্দা করেছেন সাংবাদিক রজত রায়ও।