প্রাথমিকের পরীক্ষাকেন্দ্রের খোঁজ আজ থেকে ওয়েবসাইটে

প্রাথমিকে নিয়োগের পরীক্ষাকেন্দ্র সম্পর্কে আজ থেকেই বিভিন্ন ওয়েবসাইটে তথ্য পাবেন আবেদনকারীরা। শুধু ওয়েবসাইট নয়, সোমবার দুপুর ১২টা থেকে এসএমএসের মাধ্যমেও পরীক্ষাকেন্দ্র সম্পর্কে তথ্য জানতে পারবেন তাঁরা।

Updated By: Mar 24, 2013, 07:27 PM IST

প্রাথমিকে নিয়োগের পরীক্ষাকেন্দ্র সম্পর্কে আজ থেকেই বিভিন্ন ওয়েবসাইটে তথ্য পাবেন আবেদনকারীরা। শুধু ওয়েবসাইট নয়, সোমবার দুপুর ১২টা থেকে এসএমএসের মাধ্যমেও পরীক্ষাকেন্দ্র সম্পর্কে তথ্য জানতে পারবেন তাঁরা।
এবারের পরীক্ষায় বৈধ আবেদনকারীর সংখ্যা প্রায় ৪৫ লক্ষ। আজ এক সাংবাদিক বৈঠকে প্রাইমারি বোর্ডের তরফে ঘোষণা করা হয়, ৩৫ হাজারেরও বেশি পরীক্ষাকেন্দ্রে এবার পরীক্ষা নেওয়া হবে। সেক্ষেত্রে কোর্টের নির্দেশ অনুযায়ী ট্রেনিং প্রাপ্তদের আগে নিয়োগ করা হবে । মোট আবেদনকারীর মধ্যে এবার ট্রেনিংপ্রাপ্ত আবেদনকারীর সংখ্যা প্রায় এগারো হাজার। যেসব ওয়েবসাইটের মাধ্যমে আজ থেকেই পরীক্ষাকেন্দ্র সম্পর্কে পরীক্ষার্থীরা জানতে পারবেন সেগুলি হল
www. wbsud.gov.in
www.wbbpe.org
www.wbresultsnic.in

.