শিক্ষাক্ষেত্রে সন্ত্রাসের প্রতিবাদে প্রাথমিক শিক্ষক-শিক্ষিকারা

শিক্ষাক্ষেত্রে সন্ত্রাসের বিরুদ্ধে মঙ্গলবার পথে নামলেন রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। শিক্ষাক্ষেত্রে হামলার প্রতিবাদে গতকয়েকমাস ধরেই সরব হচ্ছিলেন প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। মঙ্গলবার রানি রাসমনি রোডে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হন কয়েকশো শিক্ষক-শিক্ষিকা।

Updated By: Jan 31, 2012, 08:56 PM IST

শিক্ষাক্ষেত্রে সন্ত্রাসের বিরুদ্ধে মঙ্গলবার পথে নামলেন রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। শিক্ষাক্ষেত্রে হামলার প্রতিবাদে গতকয়েকমাস ধরেই সরব হচ্ছিলেন প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। মঙ্গলবার রানি রাসমনি রোডে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হন কয়েকশো শিক্ষক-শিক্ষিকা। উপস্থিত ছিলেন বহু প্রবীণ শিক্ষাবিদও। তাঁদের অভিযোগ, গত কয়েকমাসে শিক্ষকদের ওপর হামলার ঘটনা ক্রমশই বেড়ে চলেছে। শুধু তাই নয়, শাসক দলের সমর্থকদের বিরুদ্ধে শিক্ষক-শিক্ষিকাদের কাছ থেকে জরিমানা বাবদ বিশাল অঙ্কের টাকাও আদায় করার অভিযোগও তুলেছেন তাঁরা। সেইসঙ্গেই অবিলম্বে শিক্ষকদের নিরাপত্তার দাবি এবং শিক্ষাক্ষেত্রে সুস্থ পরিবেশ ফিরিয়ে দেওয়ার দাবি তোলা হয়েছে। বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষাক্ষেত্রে সন্ত্রাস বন্ধ, শিক্ষা অধিকার আইনের বিভিন্ন নিয়ম সংশোধনের দাবিতে রাজ্যপালের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।

.