TET: আজই হাজিরা দিতে হবে মানিককে, পর্ষদের আবেদন খারিজ করে নির্দেশ বিচারপতির

 আদালত তাঁর মামলা শুনতে রাজি হয়নি। মঙ্গলবারই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে হাজির হতে হবে পর্ষদ সভাপতিকে।

Updated By: Jun 21, 2022, 01:17 PM IST
TET: আজই হাজিরা দিতে হবে মানিককে, পর্ষদের আবেদন খারিজ করে নির্দেশ বিচারপতির
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: অপসারণ নিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল মানিক ভট্টাচার্য। কিন্তু আদালত তাঁর মামলা শুনতে রাজি হয়নি। মঙ্গলবারই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে হাজির হতে হবে পর্ষদ সভাপতিকে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ফলে প্রশাসনিক অসুবিধা হবে। এই যুক্তিতে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল পর্ষদ সভাপতি। 

সুব্রত তালুকদারের বেঞ্চে মামলা গ্রহণের আর্জি জানান হয়েছিল। কিন্তু আদালত জানিয়েছে নিয়ম মেনে মামলা দায়ের করতে হবে তারপরেই ডিভিশন বেঞ্চ আবেদন গ্রহণ করবে। পর্ষদে আজই দ্রুত শুনানির আবেদন গ্রহণ করল না বিচারপতি সুব্রত তালুকদারের  ডিভিশন বেঞ্চ। নিয়ম মেনে মামলা দায়ের করতে হবে। তারপরই হবে শুনানি।  

প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে অবিলম্বে অপসারণের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। পর্ষদ সভাপতি আবার তৃণমূল বিধায়কও। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তাঁকে সরানোর নির্দেশ দিয়েছিল হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। পাশাপাশি মঙ্গলবার তাঁকে সশরীরে হাইকোর্টে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। যতদিন না নতুন সভাপতি নিয়োগ হচ্ছে ততদিন পর্ষদের দায়িত্বে থাকবেন পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচী। 

প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষক নিয়োগে বেনিয়মের অভিযোগ উঠেছে। কিছুদিন আগে ওই মামলায় নথি দেওয়ার কথা ছিল হাইকোর্টে। ২০১৭ সালের নথির জায়গায় পর্ষদ ২০২২ সালের নথি জমা দেয় আদালতে। তাঁর বিরুদ্ধে তথ্য বিকৃতির অভিযোগও ওঠে।

আরও পড়ুন, Anis Khan Death Case: আনিস মামলায় CBI তদন্তের আর্জি খারিজ, সিটে আস্থা হাইকোর্টের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.