কলকাতায় কুয়াশার সৌজন্যে বিমান ও ট্রেনে বিপত্তি
সকাল থেকেই কুয়াশার চাদরে মুখ ঢেকেছে কলকাতা। বিমানবন্দরে দৃশ্য মানতা ৫০ মিটারে নেমে যাওয়ায় রীতিমতো সমস্যা। সকাল থেকে একুশটি বিমান দেরিতে ছাড়ে। দেরিতে নেমেছে ষোলটি বিমান। কুয়াশার দাপটে সমস্যায় সকালের ট্রেন চলাচলও। সকালের বদলে সন্ধে সোয়া ছটায় ছাড়বে আপ পূর্বা এক্সপ্রেস। দেরিতে চলছে বেশ কিছু দূরপাল্লার ট্রেন। শহরতলির লোকাল ট্রেনও কুয়াশার জন্য দেরিতে চলেছে।
ওয়েব ডেস্ক: সকাল থেকেই কুয়াশার চাদরে মুখ ঢেকেছে কলকাতা। বিমানবন্দরে দৃশ্য মানতা ৫০ মিটারে নেমে যাওয়ায় রীতিমতো সমস্যা। সকাল থেকে একুশটি বিমান দেরিতে ছাড়ে। দেরিতে নেমেছে ষোলটি বিমান। কুয়াশার দাপটে সমস্যায় সকালের ট্রেন চলাচলও। সকালের বদলে সন্ধে সোয়া ছটায় ছাড়বে আপ পূর্বা এক্সপ্রেস। দেরিতে চলছে বেশ কিছু দূরপাল্লার ট্রেন। শহরতলির লোকাল ট্রেনও কুয়াশার জন্য দেরিতে চলেছে।
আরও পড়ুন- আজ কল্পতরু উত্সব! সকাল থেকেই ভক্তের ঢল কাশীপুর উদ্যানবাটীতে
প্রসঙ্গত, বেশ কয়েক দিন ধরেই ভোরের দিকে ঘন কুয়াশা দেখা যাচ্ছে। শীতও বেশ খানিকটা ফিকে হয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায়। আর সেকারণেই খানিকটা আশঙ্কিত শীতপ্রেমী বাঙালি। তাহলে কি নতুন বছরে ঠান্ডা উধাও! আক্ষেপের সুরে প্রশ্ন অনেকের।