লকডাউনে অনলাইনে চলছে ক্লাস, তারমধ্যেই ফি বৃদ্ধিতে নারায়ণপুর সেন্ট জোনস স্কুলে বিক্ষোভ
ফি বাড়ানোর প্রতিবাদে নারায়ণপুর সেন্ট জোনস স্কুলের গেটে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা।
নিজস্ব প্রতিবেদন: প্রায় দুমাসের ওপর চলছে লকডাউন। অনলাইন ক্লাস চলছে। তার মধ্যেই ফি বাড়ানোর প্রতিবাদে নারায়ণপুর সেন্ট জোনস স্কুলের গেটে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা।
হাতে প্ল্যাকার্ড নিয়ে স্কুল গেটের সামনে বিক্ষোভ দেখায় অভিভাবকরা। স্কুল গেটে লাগিয়ে দেওয়া হয় পোস্টার। অভিযোগ, এখন অনলাইনে ক্লাস চলছে। এমনিতেই এই সময় অনেকেরই আর্থিক অবস্থা টানাটানি। তারমধ্যে আচমকাই কেন কোনও কারণ ছাড়া স্কুল ফি বৃদ্ধি করল কর্তৃপক্ষ, তা নিয়ে প্রশ্ন তোলেন অভিভাবকরা।
অভিনেত্রীর শ্লীলতাহানির অভিযোগ, গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত মাঝেরহাট কলোনি
অভিভাবকদের অভিযোগ, ডেভলপমেন্ট ফি, বিদ্যুৎ ফি, মাসিক বেতন সহ একাধিক ফি বৃদ্ধি করা হয়েছে। এই বিষয়ে স্কুলের প্রিন্সিপালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দেখা করতে চাননি। এবিষয়ে কোনো কথা বলতে চাননি। তারই প্রতিবাদে বিক্ষোভ।