লকডাউনে স্কুলের বেতন বৃদ্ধির প্রতিবাদ, বিক্ষোভ ডিপিএস ও হরিয়ানা বিদ্যামন্দিরে

হরিয়ানা বিদ্যামন্দির স্কুলের অভিভাবকদের অভিযোগ, স্কুলের তরফে নাকি নোটিস জারি করা হয়েছে, ৩০ জুনের মধ্যে স্কুলের আনুষঙ্গিক ফিজ না দিলে ১০০০ টাকা করে ফাইন করা হবে ।

Updated By: Jun 19, 2020, 04:40 PM IST
লকডাউনে স্কুলের বেতন বৃদ্ধির প্রতিবাদ, বিক্ষোভ ডিপিএস ও হরিয়ানা বিদ্যামন্দিরে

নিজস্ব প্রতিবেদন: লকডাউনে স্কুলের ফি বৃদ্ধির প্রতিবাদ। জোকা বাকরা হাট দিল্লি পাবলিক স্কুল ও হরিয়ানা বিদ্যামন্দির স্কুলে বিক্ষোভ অভিভাবকদের।
ডিপিএস স্কুলের অভিভাবকদের অভিযোগ, তিনমাস স্কুল না হওয়া সত্বেও স্কুল কর্তৃপক্ষ তাঁদের কাছে বাসের ফিজ চাইছে। পাশাপাশি মাসিক বেতন ৩১০০  টাকা ছিল সেটা বাড়িয়ে ৩৪০০ টাকা করা হয়েছে। অভিভাবকদের বক্তব্য লকডাউনের ফলে তাঁদের অনেকেরই কোম্পানির অবস্থা অত্যন্ত খারাপ, সেক্ষেত্রে মাসিক বেতন যেটুকু সেটুকুই তাঁরা দিতে পারবেন, কোনওরকম বাড়তি ও আনুষঙ্গিক ফিজ তাঁরা দিতে পারবেন না ।
এদিন সকালে দিল্লি পাবলিক স্কুলের সামনে তাঁরা বিক্ষোভ দেখান। যদিও স্কুল কর্তৃপক্ষ এখনও এবিষয়ে তাঁদের সঙ্গে কোনও কথা বলেনি।
অন্যদিকে, হরিয়ানা বিদ্যামন্দির স্কুলের অভিভাবকদের অভিযোগ, স্কুলের তরফে নাকি নোটিস জারি করা হয়েছে, ৩০ জুনের মধ্যে স্কুলের আনুষঙ্গিক ফিজ না দিলে ১০০০ টাকা করে ফাইন করা হবে ।
অভিভাবকদের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে স্কুলের টিউশন ফিজ তাঁরা দিতে পারবেন, অন্যান্য খরচ দেওয়ার ক্ষমতা তাঁদের নেই ।
 এই প্রতিবাদে প্ল্যাকার্ড হাতে এদিন স্কুল গেটের সামনেই বিক্ষোভ দেখান তাঁরা ।

.