মহেশতলায় বাড়ি থেকে উদ্ধার ১২ ফুটের অজগর

মহেশতলার রামপুর এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার করা হল প্রাপ্ত বয়স্ক অজগর সাপ। সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট।

Updated By: Oct 6, 2014, 03:12 PM IST
মহেশতলায় বাড়ি থেকে উদ্ধার ১২ ফুটের অজগর

 

ওয়েব ডেস্ক: মহেশতলার রামপুর এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার করা হল প্রাপ্ত বয়স্ক অজগর সাপ। সাপটির দৈর্ঘ্য প্রায় ১২ ফুট। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এরপর স্থানীয় এক যুবক সাপটিকে ধরে ফেলেন। পরে অজগরটিকে মহেশতলা থানার হাতে তুলে দেন বাসিন্দারা। বস্তাবন্দি সাপটিকে রাখা হয় জিঞ্জিরাবাজার ফাঁড়িতে।

তবে আচমকাই বস্তা থেকে বেরিয়ে পড়ে সাপটি। আতঙ্কে ফাঁড়ি ছেড়ে পালিয়ে যান পুলিস কর্মীরা। খবর পেয়ে ঘটননাস্থলে আসেন ওয়ার্ল্ড ওয়াইল্ড ফাউন্ডেশনের সদস্যরা। তাঁরাই সাপটি উদ্ধার করে নিয়ে যান। আজ সেটিকে তুলে দেওয়া হয় ডায়মন্ডহারবার রেঞ্জের বনদফতরের কর্মীদের হাতে। জনবহুল এলাকায় কীভাবে সাপটি এলো তাখতিয়ে দেখা হচ্ছে। বনদফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

 

 

.