পার্কসার্কাসে যারা আন্দোলন করছে ওরা বিদেশি বাচ্চা...ভারত ছাড়তেই হবে: বিস্ফোরক রাহুল

আজ প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলনের পর বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, “পার্কসার্কাসে যে বাচ্চারা আন্দোলনে আছে, ওরা বিদেশি বাচ্চা। ওখানে সব বাংলাদেশি মুসলমান।” 

Updated By: Jan 26, 2020, 05:04 PM IST
পার্কসার্কাসে যারা আন্দোলন করছে ওরা বিদেশি বাচ্চা...ভারত ছাড়তেই হবে: বিস্ফোরক রাহুল
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন:  শাহিনবাগের আঁচ গোটা ভারতে। কলকাতার পার্কসার্কাসেও মুসলিম মহিলারা বাইরে বেরিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন। এই আন্দোলন কলকাতার ‘শাহিনবাগ’ নামে পরিচিতি পেয়েছে। বেশ কয়েক সপ্তাহ ধরে প্রচণ্ড শীতের মধ্যে মহিলা, শিশু, যুবারা নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতায় জোরদার প্রতিবাদ চালাচ্ছেন। এই আন্দোলন  নিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা গেল বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহাকে।

আজ প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলনের পর বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, “পার্কসার্কাসে যে বাচ্চারা আন্দোলনে আছে, ওরা বিদেশি বাচ্চা। ওখানে সব বাংলাদেশি মুসলমান।” তিনি আরও বলেন,”ওদের ভারত ছাড়তেই হবে। আজাদি স্লোগান এখানে চলবে না।” খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শাহিনবাগের আন্দোলনের বিরোধিতা করে নানা মন্তব্য করতে দেখা গিয়েছে। তার পরপরই বঙ্গ বিজেপি নেতা রাহুলের এহেন মন্তব্য বেশ তাত্পর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আরও পড়ুন- ঘরে ঢুকে মা-কে বেধরক মারধর, দু-মাসের কন্যাসন্তানকে তুলে নিয়ে গেল দুষ্কৃতী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একহাত নেন তিনি। তাঁর কটাক্ষ, “উনি দেশ বিরোধী কাজ করছেন। যাদবপুরকে ঠিক করতে পারলেন না। ক্ষমতায় এসে দু’মাসের মধ্যে ঠিক করে দেব।” পার্কসার্কাসের আন্দোলন নিয়ে রাহুল মন্তব্যের কড়া সমালোচনা করেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। রাহুল নিয়ে তাঁর মন্তব্য, “ছোটো স্তরের নেতা। উত্তর দেওয়া প্রয়োজন মনে করি না।” অমিত শাহের মন্তব্য প্রসঙ্গে সূর্যকান্ত জানান, রাহুল সিনহা হলেন টুকরে নেতা। ইডিয়টের মতো মন্তব্য করেছেন তিনি।

.