কাশ্মীরে ৩৭০ উঠেছে, ৩৫৬ ধারা জারির কাছাকাছি এসে গিয়েছে বাংলা: রাহুল সিনহা

মঙ্গলবার রাজ্য পুলিসের ডিজিকে তলব করেন রাজ্যপাল।

Updated By: Sep 3, 2019, 07:55 PM IST
কাশ্মীরে ৩৭০ উঠেছে, ৩৫৬ ধারা জারির কাছাকাছি এসে গিয়েছে বাংলা: রাহুল সিনহা

নিজস্ব প্রতিবেদন: বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি করলেন বিজেপির জাতীয় সম্পাদক রাহুল সিনহা। সন্দেশখালির ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে শ্যামবাজারে অবস্থান বিক্ষোভে বসেছে বিজেপি নেতৃত্ব। ওই সভাতেই রাহুলবাবু বলেন,''ভাটপাড়া, শ্যামনগরে জঙ্গলের রাজত্ব চলছে। রাজ্যপাল নিজের কর্তব্য পালন করেছেন।''          

মঙ্গলবার রাজ্য পুলিসের ডিজিকে তলব করেন রাজ্যপাল। বারাকপুরে শান্তি ফেরাতে প্রশাসনের ভূমিকা নিয়ে খোঁজখবর নেন  জগদীপ ধনখড়। কড়া হাতে হিংসা মোকাবিলার নির্দেশ দেন। রাজ্যপালের ভূমিকায় খুশি বিজেপির জাতীয় সম্পাদক রাহুল সিনহা। তিনি বলেন,''দেখুন রাজ্যপালের যা কর্তব্য তা উনি করছেন। সাংসদকে মেরেছে পুলিস কমিশনারেট। ভাটপাড়া শ্যামনগরে জঙ্গলের রাজত্ব চলছে। রাজ্যপালও উদ্বেগপ্রকাশ করেছেন। শান্তির পথ গ্রহণ করা উচিত বলে বার্তা দিয়েছেন  রাজ্যপাল। ওনার থেকে যা আশা করেছিলাম, সেই অনুযায়ী কথা বলেছেন। তবে শান্তি কারও অশান্তির কারণ হতে পারে।''

একইসঙ্গে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবিও করেছেন রাহুল সিনহা। বিজেপি নেতার কথায়, এমন অবস্থা আরও কয়েক দিন চলতে থাকলে বাংলার সব জায়গা থেকে রাষ্ট্রপতি শাসনের দাবি উঠবে। কাশ্মীর থেকে উঠে গিয়েছে অনুচ্ছেদ ৩৭০। কিন্তু বাংলা ৩৫৬ ধারা লাগুর নিকটে চলে আসছে।

 ঘটনার সূত্রপাত রবিবার। শ্যামনগরের ফিডার রোডে বিজেপির একটি পার্টি অফিস দখল করতে যাওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। শুরু হয় দুপক্ষের সংঘর্ষ। ঘটনাস্থলে পুলিস পৌঁছলে তাদের লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন সমর্থকরা। সংঘর্ষে মাথা ফাটে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি বারাকপুরের সাংসদ। তাঁকে দেখতে হাসপাতালে যান রাজ্যপাল জগদীপ ধনখড়। উদ্বেগপ্রকাশ করে বলেন,''শান্তি ও আইনের শাসনের প্রতি সবার আস্থা থাকা উচিত।'     

আরও পড়ুন- নকল করে বেশিদিন সাফল্য ধরে রাখা যায় না, রানুকে পরামর্শ সুরসম্রাজ্ঞী লতার

.