নিম্নচাপের জেরে এক নাগাড়ে বর্ষণ! আজও দিনভর বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গে

শনিবার থেকে কমবে বর্ষণ এমনই পূর্বাভাস হাওয়া অফিসের।

Updated By: Oct 25, 2019, 08:37 AM IST
নিম্নচাপের জেরে এক নাগাড়ে বর্ষণ! আজও দিনভর বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গে

শ্রাবন্তী সাহা : ভরা হেমন্তে নিম্নচাপের চোখরাঙানি। তিনদিন ধরে নাগাড়ে বর্ষণ। জেরবার কলকাতা। সকাল ছটা পর্যন্ত আলিপুরের রেকর্ড অনুযায়ী ৩৬.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজও দিনভর বৃষ্টি চলবে শহরে। তবে আগামিকাল থেকে কমবে দুর্ভোগ। কালীপুজোয় ঝকঝকে আকাশ- পূর্বাভাস হাওয়া অফিসের।  

তবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি-ভোগান্তি অব্যাহত। জল-কাদায় জেরবার হচ্ছেন মানুষ। এক লাফে পারদ নেমেছে অনেকটাই। রেহাই নেই উত্তরের জেলা গুলিতেও। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদহ ও দুই দিনাজপুরে।  

আরও পড়ুন - মাত্র ২০ টাকার জন্য মাথা থেঁতলে খুন যুবককে! ঠাকুরপুকুর হত্যাকাণ্ডের পর্দাফাঁস

তবে ক্রমশ ঝাড়খন্ডের দিকে সরছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপ। তবে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঢুকেছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। তার প্রভাবেই আজও রাজ্যের বিভিন্ন জেলায় দিনভর বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার থেকে কমবে বর্ষণ এমনই পূর্বাভাস হাওয়া অফিসের। উত্তর বঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা।

 

Tags:
.