জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ওয়াকফ বিলের বিরোধিতায় তৃণমূল। যৌথ সংসদীয় কমিটিতে তুলকালামের পর, এবার বিধানসভায় প্রস্তাব আনছে রাজ্যের শাসকদল। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানালেন, 'ওয়াকফ নিয়ে আমরা একটি প্রস্তাব পেয়েছি। সেটা নিয়ে পরে সিদ্ধান্ত হবে'।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: Madan-Kalyan Tussle: আপাতত ‘যুদ্ধবিরতি’, কল্যাণ- মদন ভুল বোঝাবুঝির অবসান!
আর বেশি দেরি নেই। আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন। আজ, শুক্রবার বিধানসভায় সর্বদল বৈঠক ডেকেছিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে স্পিকার বলেন, 'সকলকেই চিঠি দেওয়া হয়েছিল। বিরোধী দলের কোনও সদস্য আসেননি'।
স্পিকার জানান, '২৬ নভেম্বর সংবিধান দিবস উপলক্ষ্যে বিধানসভা শীতকালীন অধিবেশনে প্রস্তাব আসবে। কলকাতা থেকে ইংল্যান্ড ও শিকাগো পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা যাতে চালু হয়, সে বিষয়ে আলোচনা হবে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ প্রাইভেট বিল আনবে'। সঙ্গে বার্তা, 'বিধানসভা যেন সুস্থভাবে চলে, সেকথা বলব। বিধোরীদের ওয়াকআউট করার অধিকার আছে'।
এদিকে আগামীকাল, শনিবার রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা। স্পিকার বলেন, 'জয়ী প্রার্থীদের শপথের জন্য ফের রাজ্যপালের কাছে আর্জি জানানো হবে'। এর আগে, বরানগর ও ভগবানগোলার উপনির্বাচনে জয়ী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারের শপথ গ্রহণকে কেন্দ্র করে রাজভবন ও বিধানসভা মধ্যে সংঘাত চরমে পৌঁছেছিল। শেষপর্যন্ত ফল ঘোষণার একমাস পর, বিধানসভাতেই ওই দুই জয়ী প্রার্থীকে শপথ বাক্য পাঠ করান স্পিকারই।
আরও পড়ুন: Jadavpur University: যাদবপুরের সাংবাদিকতা বিভাগে বড় ঘোটালা! ফাঁকা খাতার সংখ্যা কত?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)