পুজোর সময় অসুর হয়ে দাঁড়াবেনা বৃষ্টি

মাসের শুরুর থেকেই বৃষ্টি ছিল রোজকার সঙ্গী। আর এই সঙ্গীর জন্যই মাথায় হাত পড়েছিল সকলের। কিন্তু এই বৃষ্টিকে উপেক্ষা করেই চলেছিল আপামোর বাঙ্গালীর শপিং।  কিন্তু পুজোর সময় অসুর হয়ে দাঁড়াবে না তো বৃষ্টি? এই প্রশ্ন ছিল প্যান্ডেল প্রস্তুতকারক থেকে আম জনতা সকলেরই।

Updated By: Oct 17, 2015, 09:58 AM IST
পুজোর সময় অসুর হয়ে দাঁড়াবেনা বৃষ্টি

ওয়েব ডেস্ক: মাসের শুরুর থেকেই বৃষ্টি ছিল রোজকার সঙ্গী। আর এই সঙ্গীর জন্যই মাথায় হাত পড়েছিল সকলের। কিন্তু এই বৃষ্টিকে উপেক্ষা করেই চলেছিল আপামোর বাঙ্গালীর শপিং।  কিন্তু পুজোর সময় অসুর হয়ে দাঁড়াবে না তো বৃষ্টি? এই প্রশ্ন ছিল প্যান্ডেল প্রস্তুতকারক থেকে আম জনতা সকলেরই।

তবে আবহাওয়া দফতরের আশ্বাসবাণী, বৃষ্টিতে মাটি হবে না পুজো। সপ্তমী পর্যন্ত জেলা জুড়েই হালকা বৃষ্টির সম্ভবনা থাকলেও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তমী থেকে আকাশ পরিষ্কার থাকবে। অবশ্য বৃষ্টির আশঙ্কায় তৃতীয়ার সন্ধ্যা থেকেই ঠাকুর দেখার জন্য ভিড় জমে যায় কলকাতার রাস্তায়।

.