অধিকারের দাবিতে কলকাতার রাজপথে সমকামীরা

এবার নিজেদের দাবি আদায়ে পথে নামলেন শহরের সমকামীরা। রবিবার বিকেলে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে প্রাইড ওয়াকে অংশ নিলেন শহরের সমকামীরা। দাবি জানালেন স্বত্ত্বা বজায় রাখার অধিকারের। তাঁদের অভিযোগ, আইন তাদের এই অবস্থানকে স্বীকৃতি দিলেও মাঝেমধ্যেই তাদের পড়তে হয় প্রশাসনিক নানান বাধার মুখে। জমায়েত থেকে তাঁদের দাবি সমস্যা সমাধানে পাশে দাঁড়াক সরকার।এতদিন সমাজের আড়ালেই থাকতেন ওরা। রবিবার নিজেদের দাবি আদায়ে পথে নামলেন সমকামীরা।

Updated By: Jul 8, 2013, 09:58 AM IST

এবার নিজেদের দাবি আদায়ে পথে নামলেন শহরের সমকামীরা। রবিবার বিকেলে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে প্রাইড ওয়াকে অংশ নিলেন শহরের সমকামীরা। দাবি জানালেন স্বত্ত্বা বজায় রাখার অধিকারের। তাঁদের অভিযোগ, আইন তাদের এই অবস্থানকে স্বীকৃতি দিলেও মাঝেমধ্যেই তাদের পড়তে হয় প্রশাসনিক নানান বাধার মুখে। জমায়েত থেকে তাঁদের দাবি সমস্যা সমাধানে পাশে দাঁড়াক সরকার।এতদিন সমাজের আড়ালেই থাকতেন ওরা। রবিবার নিজেদের দাবি আদায়ে পথে নামলেন সমকামীরা।
 
রবিবার বিকেলে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে প্রাইড ওয়াকে অংশ নিলেন সমকামীরা। কেউ এসেছেন হাওড়া থেকে। কেউ বা উত্তর ২৪ পরগনার প্রত্যন্ত কোন জায়গা থেকে। এরা প্রত্যেকেই সোচ্চার হয়েছেন নিজেদের সত্ত্বা বজায়ের অধিকার রক্ষার দাবিতে।
 
আইন স্বীকৃতি দিয়েছে আগেই। তবুও পথে ঘাটে নানা সময়েই কখনও বিদ্রুপ কখনও বা শারীরিক অত্যাচারও সহ্য করতে হয় তাঁদের।
সমকামীদের প্রশ্ন কেন তাদের এ ভাবে প্রতিনিয়ত হেনস্থা হতে হবে? কেন সুস্থভাবে বাঁচার অধিকার থেকে বঞ্চিত থাকবেন তাঁরা।

.