বাড়ছে তাপমাত্রার পারদ
পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে উত্তর ভারতের ওপর। অন্যদিকে ওড়িশার ওপর তৈরি হয়েছে উচ্চ চাপ বলয়। এই দুয়ের জেরে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
Updated By: Feb 14, 2012, 12:00 PM IST
পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে উত্তর ভারতের ওপর। অন্যদিকে ওড়িশার ওপর তৈরি হয়েছে উচ্চ চাপ বলয়। এই দুয়ের জেরে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমাঞ্চলের জেলা গুলিতে আকাশ প্রধানত মেঘলা থাকবে। গত দুদিনে যে ভাবে তাপমাত্রা নেমেছিল, বাতাসে জলীয় বাষ্প বাড়ার কারণে সেই তাপমাত্রা একধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেন্টিগ্রেড।