গ্রহণ করেছেন রাজীবের ইস্তফাপত্র, টুইটে জানালেন রাজ্যপাল

বেশ কিছুদিন ধরেই বেসুরো ছিলেন বনমন্ত্রী।

Updated By: Jan 22, 2021, 02:58 PM IST
গ্রহণ করেছেন রাজীবের ইস্তফাপত্র, টুইটে জানালেন রাজ্যপাল

নিজস্ব প্রতিবেদন: মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়ে পদত্যাগপত্র নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতে দিলেন ইস্তফাপত্র। রাজ্যপাল একটি টুইট করে জানালেনও সেই কথা।  

শুক্রবার মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। পদত্যাগপত্র পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী কাছে। রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের (jagdeep dhankhar)হাতেও পদত্যাগপত্র দিয়ে এলেন রাজীব।

বেশ কিছুদিন ধরেই বেসুরো ছিলেন বনমন্ত্রী। এরই জেরে শুক্রবার মন্ত্রীপদ থেকে ইস্তফা দিলেন রাজীব (Rajib Banerjee)। মন্ত্রিত্ব ছাড়লেও এখনও ডোমজুড়ের বিধায়ক পদেই রয়েছেন তিনি। দলের প্রাথমিক সদস্যপদও ছাড়েননি। এর আগে তিনি প্রকাশ্য সভায় একাধিকবার দলের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন। 

এই ঘটনাপ্রবাহ চলছিল বহুদিন ধরেই। নির্বাচনের মুখে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ইস্তফায় স্বাভাবিক ভাবেই নানা প্রশ্ন উঠেছে। শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই এমন ঘটনায় রাজনৈতিক মহলে চলছে বহুমুখী জল্পনা।

Also Read: Live: কেঁদে ফেললেন রাজীব বন্দ্যোপাধ্যায়, "মুখ্যমন্ত্রীর কাছে আমার আজীবন কৃতজ্ঞতা''

.