পরীক্ষা দেওয়া হল না রবীন্দ্রভারতীর নির্যাতিতার

শেষ পর্যন্ত পরীক্ষা দিতে পারলেন না রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নির্যাতিতা ছাত্রী। আজ ছিল তাঁর এম এ দ্বিতীয় বর্ষের সপ্তম পেপারের পরীক্ষা। ভয় ও মানসিক অবসাদে ওই ছাত্রী পরীক্ষা দিতে পারেননি। ঘটনায় দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তিনি।  মুসলিম পরিষদের তরফে দোষীদের শাস্তির দাবি জানিয়ে ডিসি নর্থের কাছে আজ স্মারকলিপিও জমা দেওয়া হয়।

Updated By: Aug 5, 2013, 07:14 PM IST

শেষ পর্যন্ত পরীক্ষা দিতে পারলেন না রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নির্যাতিতা ছাত্রী। আজ ছিল তাঁর এম এ দ্বিতীয় বর্ষের সপ্তম পেপারের পরীক্ষা। ভয় ও মানসিক অবসাদে ওই ছাত্রী পরীক্ষা দিতে পারেননি। ঘটনায় দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তিনি।  মুসলিম পরিষদের তরফে দোষীদের শাস্তির দাবি জানিয়ে ডিসি নর্থের কাছে আজ স্মারকলিপিও জমা দেওয়া হয়।
২৯ জুলাই তৃণমূল ছাত্র পরিষদ সমর্থক ওই ছাত্রীকে বাসস্ট্যান্ড থেকে টানতে টানতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদ নেতা বিশ্বজিত্ দে, শ্রীজীব শীল, সিমিয়ন সোরেন, শঙ্খ তালুকদার, তন্ময় আদিত্যের বিরুদ্ধে সিঁথি থানায় অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী। পুলিসি তদন্তে ভরসা না পেয়ে রাজ্যে মানবাধিকার কমিশনের দ্বারস্থ হন নির্যাতিতা । ঘটনায় এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করেছে পুলিস। যদিও এখনও অধরা মূল অভিযুক্ত।

.