ঋতুপর্ণ ঘোষের অকালপ্রয়াণে প্রতিক্রিয়ায় বিশিষ্টরা

চিত্রপরিচালক ঋতুপর্ণ ঘোষের অকালপ্রয়াণে শোকস্তব্ধ গোটা রাজ্য। টলিউড থেকে বলিউড, রাজনীতিবিদ থেকে খেলার ময়দানের বিশিষ্টরা সবাই আজ শোকের রাজ্যে। ঋতুপর্ণ ঘোষকে নিয়ে রাজ্যের বিশিষ্টজনেরা কী প্রতিক্রিয়া দিলেন, তা নিয়েই এই প্রতিবেদন

Updated By: May 30, 2013, 07:37 PM IST

চিত্রপরিচালক ঋতুপর্ণ ঘোষের অকালপ্রয়াণে শোকস্তব্ধ গোটা রাজ্য। টলিউড থেকে বলিউড, রাজনীতিবিদ থেকে খেলার ময়দানের বিশিষ্টরা সবাই আজ শোকের রাজ্যে। ঋতুপর্ণ ঘোষকে নিয়ে রাজ্যের বিশিষ্টজনেরা কী প্রতিক্রিয়া দিলেন, তা নিয়েই এই প্রতিবেদন

সৌমিত্র চট্টোপাধ্যায়-অত্যন্ত দুঃখজনক, আমি মর্মাহত, আর কিছু বলতে পারছি না।
 দেখুন নীচের লিঙ্কে ক্লিক করে

অনীক দত্ত (পরিচালক)-ঋতু যদি হিরের আংটি না বানাতেন আমরা ছবি তৈরি করার সাহসই পেতাম না।  দেখুন নীচের লিঙ্কে ক্লিক করে
রাইমা সেন (অভিনেত্রী)--উনি আমার কাছে অভিভাবক, পরিবারের মত ছিলেন।
রঞ্জিত মল্লিক (অভিনেতা)-এটা মৃত্যুর কোনও বয়সই নয়। বাংলা ছবির সাংঘাতিক ক্ষতি হল।
তাপস পাল (অভিনেতা/ সাংসদ)-আমি ভাবতে পারছি না ঋতু নেই, ঋতু চলে গেছে।
 সব্যসাচী চক্রবর্তী (অভিনেতা)-এই ক্ষতিপূরণ কোনওদিন সম্ভব নয়।
মীর (আরজে ও সঞ্চালক)-
ঋতুদা জড়িয়ে ধরে বলেছিল, "সব ভুলে যা।"
পার্থ চ্যাটার্জি (শিল্পমন্ত্রী)-আমরা এক মস্ত বড় ব্যক্তিত্বকে হারালাম।

.