ক্রাইস্ট চার্চ কাণ্ড: স্কুল কর্তৃপক্ষকেই দায়ী করল রেপা

ক্রাইস্ট চার্চ কাণ্ডে স্কুল কর্তৃপক্ষকেই কাঠগড়ায় তুলল় রেপা। রাইট টু এডুকেশন প্রোটেকশন অথরিটি বা রেপার মতে, ঐন্দ্রিলা দাসকে নিয়ে যথেষ্ট সংবেদনশীল ছিল না স্কুল কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, তদন্তে স্কুল কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব রয়েছে। ক্রাইস্ট চার্চ স্কুলের ক্লাস ফাইভের ছাত্রী ঐন্দ্রিলার মৃত্যুর জন্য দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না স্কুল। অভিযোগ জানিয়ে স্কুল শিক্ষা দফতরের দ্বারস্থ হয় ঐন্দ্রিলার পরিবার। সেই অভিযোগ রাইট টু এডুকেশন প্রোটেকশন অথরিটি বা রেপার কাছে পাঠিয়ে দেয় শিক্ষা দফতর।

Updated By: Jan 22, 2014, 11:38 PM IST

ক্রাইস্ট চার্চ কাণ্ডে স্কুল কর্তৃপক্ষকেই কাঠগড়ায় তুলল় রেপা। রাইট টু এডুকেশন প্রোটেকশন অথরিটি বা রেপার মতে, ঐন্দ্রিলা দাসকে নিয়ে যথেষ্ট সংবেদনশীল ছিল না স্কুল কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, তদন্তে স্কুল কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব রয়েছে। ক্রাইস্ট চার্চ স্কুলের ক্লাস ফাইভের ছাত্রী ঐন্দ্রিলার মৃত্যুর জন্য দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না স্কুল। অভিযোগ জানিয়ে স্কুল শিক্ষা দফতরের দ্বারস্থ হয় ঐন্দ্রিলার পরিবার। সেই অভিযোগ রাইট টু এডুকেশন প্রোটেকশন অথরিটি বা রেপার কাছে পাঠিয়ে দেয় শিক্ষা দফতর।

গত ১৫ জানুয়ারি স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের মুখোমুখি বসিয়ে হয় শুনানি। সেই শুনানির ভিত্তিতে বুধবার স্কুল কর্তৃপক্ষকেই কাঠগড়ায় তুলল় রেপা। রেপার মতে, ঐন্দ্রিলা দাসকে নিয়ে যথেষ্ট সংবেদনশীল ছিল না স্কুল কর্তৃপক্ষ। ঐন্দ্রিলার মৃত্যুর তদম্তেও ক্রাইস্ট চার্চ স্কুল কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব দেখছে রেপা।

স্কুল শিক্ষা দফতরে রিপোর্ট পাঠিয়েছে রেপা। রিপোর্টে বলা হয়েছে স্কুলে চাঁদা আদায় সম্পূর্ণ বেআইনি। রেপার সুপারিশ, এধরণের স্কুলগুলির ওপর নজরদারি বাড়াক শিক্ষা দফতর।

.