দমদম বিমানবন্দর চত্বরে অবাধ আনাগোনা রিকশার, নাজেহাল যাত্রীরা

রিকশা যাতায়াতে মানা আছে।  নিষেধাজ্ঞা সম্বলিত এই সাইনবোর্ডটি নেতাজি সুভাষ চন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রবেশের মুখে ঝুলছে। হরফ প্রায় উঠতে বসেছে, বাংলা বানান ভয়ানক

Updated By: Nov 30, 2019, 06:25 AM IST
দমদম বিমানবন্দর চত্বরে অবাধ আনাগোনা রিকশার, নাজেহাল যাত্রীরা
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: দমদম আন্তর্জাতিক বিমানবন্দর। হাইসিকিউরিটি জোন। রিকশা প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ। রয়েছে নিষেধাজ্ঞার সাইনবোর্ডও। তবে, তা নামেই। অবাধে চলছে রিকশার যাতায়াত। গাফিলতির প্রমাণ জি চব্বিশ ঘণ্টার ক্যামেরায়।

রিকশা যাতায়াতে মানা আছে।  নিষেধাজ্ঞা সম্বলিত এই সাইনবোর্ডটি নেতাজি সুভাষ চন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্রবেশের মুখে ঝুলছে। হরফ প্রায় উঠতে বসেছে, বাংলা বানান ভয়ানক। তলায় আবার লেখা বিমান কর্তৃপক্ষ।

আরও পড়ুন- কাটোয়া মহকুমা হাসপাতালে বেনিয়ম! SNCU-র পাশেই প্যাণ্ডেল বেঁধে চলছে রান্না

যেমন ভাঙাচোরা নির্দেশ, তেমনই তার পালন! শুধু বিমানবন্দরে ঢোকার মুখেই নয়। দেখুন কীভাবে একেবারে এয়ারপোর্টের সামনে চলে যাচ্ছে রিকশা....নিরাপত্তার বালাই নেই। নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে অবাধ রিকশা যাত্রা। নিয়ম রয়েছে রিকশা না চলার। সাইনবোর্ড রয়েছে, সঙ্গে চলছে রিকশাও। নিয়মই জানেন না, দাবি যাত্রীদেরও একাংশের।

.