কাটোয়া মহকুমা হাসপাতালে বেনিয়ম! SNCU-র পাশেই প্যাণ্ডেল বেঁধে চলছে রান্না

রান্না হচ্ছে হাসপাতালের SNCU(Sick Newborn Care Unit)এর পাশে। নিচেই রয়েছে HDUs(High Dependency Units)

Updated By: Nov 29, 2019, 11:14 AM IST
কাটোয়া মহকুমা হাসপাতালে বেনিয়ম! SNCU-র পাশেই প্যাণ্ডেল বেঁধে চলছে রান্না

নিজস্ব প্রতিবেদন : আজব বেনিয়ম কাটোয়া মহকুমা  হাসপাতালে।  SNCU-র পাশেই প্যাণ্ডেল বেঁধে রান্না হচ্ছে। তাও আবার কেন্দ্রীয় প্রতিনিধিদের জন্য। গ্যাস সিলিন্ডার ফাটলে কোটি টাকার যন্ত্রপাতি নষ্টের আশঙ্কা। মহাকুমা শাসক তদন্তের আশ্বাস দিলেও মুখে কুলুপ হাসপাতাল সুপারের।  

আচমকা দেখলে মনে হবে কোনও অনুষ্ঠানবাড়ি। একদিকে ওভেন জ্বালিয়ে রান্নাবান্না চলছে, অন্যদিকে খাওয়াদাওয়ার জন্য তৈরি সাজানো-গোছানো টেবিল। ভুল ভাঙবে একপাশের দামী চিকিত্সার যন্ত্রপাতি দেখে। বিয়েবাড়ি নয়, কাটোয়া মহকুমা হাসপাতালের এই ছবি দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য।

আরও পড়ুন - জীবন বিমার ২৩ লক্ষ টাকা হাতাতে জীবিত ছেলের ডেথ সার্টিফিকেট বানালো বাবা

কেন্দ্র থেকে কায়া প্রকল্পের প্রতিনিধি দল হাসপাতাল পরিদর্শনে আসছে। তাঁদের জন্যই ভুরিভোজের আয়োজন। রান্না হচ্ছে হাসপাতালের SNCU(Sick Newborn Care Unit)এর পাশে। নিচেই রয়েছে HDUs(High Dependency Units)। সব দেখেশুনে চোখ কপালে উঠেছে রোগীর আত্মীয়দের। কোনওভাবে যদি সিলিন্ডার ফেটে দুর্ঘটনা ঘটে, ভেবেই শিউরে উঠছেন তাঁরা।

কেন এতজন রোগীর জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলছেন? সুপার হয়ে তিনি কীভাবে  SNCU-র পাশে রান্না করার অনুমতি দিলেন ? উত্তর নেই ডাঃ রতন শাসমলের কাছে। সব শুনে ঘটনার তদন্ত করবেন বলে আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক।

 

.