‘কোনও পক্ষপাতিত্ব বা রাজনীতি নয়’, ছেলের গ্রেফতারির পর ট্যুইট বিজেপিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের
ছেলে আকাশ মুখোপাধ্যায়ের গাড়ি দুর্ঘটনার পর ট্যুইট করলেন বিজেপিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।
নিজস্ব প্রতিবেদন: “আমার ছেলে গতকাল গাড়ি দুর্ঘটনা করেছে। আমি পুলিসকে বিষয়টি দেখার জন্য বলেছি। আইনিভাবেই সব পদক্ষেপ করা হবে। দয়া করে এটি নিয়ে কোনও পক্ষপাতিত্ব বা রাজনীতি নয়।” ছেলে আকাশ মুখোপাধ্যায়ের গাড়ি দুর্ঘটনার পর ট্যুইট করলেন বিজেপিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।
How funny.. i spoke to him in the afternoon.. discussed about his lunch and other basic things at 3pm.. now i get to hear such stupid comments by the media. He just left this morning by 7.50 flight.. what sort of political rubbish is this ? https://t.co/iVxX6xDnJs
— Roopa Ganguly (@RoopaSpeaks) August 15, 2019
বৃহস্পতিবার রাতে গল্ফ গার্ডেনে নিয়ন্ত্রণ হারিয়ে আরসিজিসির পাঁচিলে ধাক্কা মারে আকাশের গাড়ি। গাড়ির গতিবেগ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। দুর্ঘটনায় সময়ে গাড়ির গতিবেগ ছিল ৯০-১০০ কিলোমিটার।
যে সময় দুর্ঘটনাটি ঘটেছে, ঠিক সেই সময়ই রাস্তায় অনেক বাচ্চা খেলছিল। ফলে মারাত্মক কোনও কিছু ঘটে যেতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রত্যক্ষদর্শীরা।
West Bengal: BJP Rajya Sabha MP Roopa Ganguly’s son Akash Mukherjee arrested, after he rammed his car into a wall in Golf Green area in Kolkata last night. He will be produced before the court today.
— ANI (@ANI) August 16, 2019
নিজের বাড়ি ঠিক নীচেই কীভাবে আকাশের গাড়ি গতিবেগ এত বেশি থাকতে পারে, তা ভাবাচ্ছে পুলিসকে।
আজ থেকেই কাশ্মীরে সরকারি কাজকর্ম স্বাভাবিক করতে নির্দেশ রাজ্যপাল সত্য পাল মালিকের
ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৭৯/৪২৭, ১৮৪ মোটর ভেইক্যাল অ্যাক্ট এবং সেকশন ৩ পিপিডি অ্যাক্টে মামলা দায়ের হয়েছে। রাতেই এম আর বাঙ্গুরে আকাশের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। পুলিশ জানিয়েছে, রিপোর্টে মদ্যপানের কোনও প্রমাণ পাওয়া যায়নি। তবে কীভাবে দুর্ঘটনা তা তদন্ত করে দেখছে পুলিস।