ধর্ষণের মামলায় অভিনেতা রুদ্রনীলকে বেকসুর খালাসের নির্দেশ
ধর্ষণের মামলায় অভিনেতা রুদ্রনীল ঘোষকে বেকসুর খালাসের নির্দেশ দিল আদালত। তাঁর বিরুদ্ধে অভিযোগের সত্যতা নেই বলেই তাঁকে বেকসুর খালাসের নির্দেশ দেওয়া হয়েছে। জানিয়েছে আলিপুর আদালত।
কলকাতা: ধর্ষণের মামলায় অভিনেতা রুদ্রনীল ঘোষকে বেকসুর খালাসের নির্দেশ দিল আদালত। তাঁর বিরুদ্ধে অভিযোগের সত্যতা নেই বলেই তাঁকে বেকসুর খালাসের নির্দেশ দেওয়া হয়েছে। জানিয়েছে আলিপুর আদালত।
তাঁর বিরুদ্ধে 376 ধর্ষণ, ৪২০ প্রতারণার অভিযোগ ছিল। ২০০৪ সালের মামলা। ওই মহিলা সহকর্মী ছিল। অভিনয় করত। জোর করে ধর্ষণের পর ম্যারেজ রেজিস্ট্রারের কাছে বিয়ের নোটিস দিয়েও বিয়ে করেনি। সেই নিয়ে রিজেন্ট পার্ক তানায় অভিযোগ জানান ওই মহিলা ও তাঁর পরিবার। গ্রেফতারের পর জামিনে মুক্ত হন রুদ্রনীল।
(বিস্তারিত খবর কিছু পরে)