ফোন নম্বর নিয়ে হবে ব্রডকাস্ট গ্রুপ! মহিলা যাত্রীদের সুরক্ষার্থে 'সহেলি' আনছে রেল
যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত সেই গ্রুপের মাধ্যমে মহিলা যাত্রীদের সঙ্গে যোগাযোগ রাখবেন আরপিএফ কর্মীরা।
নিজস্ব প্রতিবেদন : মহিলা যাত্রীদের সুরক্ষার স্বার্থে দক্ষিণ-পূর্ব রেলের নয়া উদ্যোগ। চালু হল নতুন ব্যবস্থা 'সহেলি'। দূরপাল্লার প্রত্যেক ট্রেনেই এই ব্যবস্থা চালু হচ্ছে।
কী এই 'সহেলি'? চলুন জেনে নেওয়া যাক-
দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, প্রতিটি ট্রেনের মহিলা যাত্রীদের ফোন নম্বর নিয়ে তৈরি করা হবে একটি ব্রডকাস্ট গ্রুপ। যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত সেই গ্রুপের মাধ্যমে মহিলা যাত্রীদের সঙ্গে যোগাযোগ রাখবেন আরপিএফ কর্মীরা। হঠাৎ প্রয়োজন পড়লে বা কোনও সমস্যা হলে মহিলা যাত্রীরাও সরাসরি যোগাযোগ করতে পারবেন আরপিএফ কর্মীদের সঙ্গে।
এছাড়া ট্রেনে কোনও মহিলা যাত্রী ওঠার সঙ্গে সঙ্গেই মহিলা আরপিএফ কর্মীরা তাঁদের কাছে যাবেন। মহিলা যাত্রীদেরকে বিভিন্ন এমারজেন্সি নম্বর দেবেন তাঁরা। ট্রেনে যাঁরা কর্তব্যরত আরপিএফ জওয়ান থাকবেন, তাঁদের নম্বরও মহিলা যাত্রীদের দেওয়া হবে। আর যাত্রীদের ফোন নম্বর নিয়ে তৈরি করা হবে একটি ব্রডকাস্ট গ্রুপ।
আরও পড়ুন, রাজ্যের নয়া মুখ্যসচিব হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রসচিব এইচ কে দ্বিবেদী