আধ্যাত্মিকতার আড়ালে নারীপাচার! রবীন্দ্রনাথ দাস, গৌরী রায় সহ আরও দুই জনকে তলব পুলিসের

সল্টলেক নারীপাচার কাণ্ডে তলব করা হল বাড়ির মালিক রবীন্দ্রনাথ দাসকে। তলব করা হয়েছে গৌরী রায় নামে এক মহিলাকেও। মোট চারজনকে তলব করেছে বিধাননগর কমিশনারেট। আজই চারজনকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। গতকালই আদালতের নির্দেশে সার্চ ওয়ারেন্ট পায় পুলিস। অভিযোগ, সল্টলেকের ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আধ্যাত্মিকতার আড়ালে চলে নারীপাচার। দেশজুড়ে ছড়িয়ে থাকা এই ধর্মীয় প্রতিষ্ঠানে নাকি, আত্মা ও পরমাত্মার শিক্ষা দেওয়া হয়। গত রবিবার সেখানে অভিযান চালায় রাজ্য সরকারের চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। খোঁজ মেলে মুম্বইয়ে নিখোঁজ এক কিশোরীর। সংস্থা পরিচালন ব্যবস্থাতেও একাধিক অনিয়ম ধরা পড়ে। 

Updated By: Jul 25, 2015, 04:12 PM IST
আধ্যাত্মিকতার আড়ালে নারীপাচার! রবীন্দ্রনাথ দাস, গৌরী রায় সহ আরও দুই জনকে তলব পুলিসের

ওয়েব ডেস্ক: সল্টলেক নারীপাচার কাণ্ডে তলব করা হল বাড়ির মালিক রবীন্দ্রনাথ দাসকে। তলব করা হয়েছে গৌরী রায় নামে এক মহিলাকেও। মোট চারজনকে তলব করেছে বিধাননগর কমিশনারেট। আজই চারজনকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। গতকালই আদালতের নির্দেশে সার্চ ওয়ারেন্ট পায় পুলিস। অভিযোগ, সল্টলেকের ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আধ্যাত্মিকতার আড়ালে চলে নারীপাচার। দেশজুড়ে ছড়িয়ে থাকা এই ধর্মীয় প্রতিষ্ঠানে নাকি, আত্মা ও পরমাত্মার শিক্ষা দেওয়া হয়। গত রবিবার সেখানে অভিযান চালায় রাজ্য সরকারের চাইল্ড ওয়েলফেয়ার কমিটি। খোঁজ মেলে মুম্বইয়ে নিখোঁজ এক কিশোরীর। সংস্থা পরিচালন ব্যবস্থাতেও একাধিক অনিয়ম ধরা পড়ে। 

.