ফের দুষ্কৃতী দৌরাত্ম্য সল্টলেকে

ফের দুষ্কৃতী দৌরাত্ম্য সল্টলেকে। চলন্ত বাইক থেকে ছিনতাইবাজির ঘটনায় ফের শিরোনামে নিরাপত্তা ইস্যুও। গতরাতে পূর্বাচলের সামনে এক ছাত্রের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চম্পট দেয়  বাইক আরোহী দুই যুবক।  জানা গেছে, ফোনে কথা বলতে বলতে আসার সময়েই পিছন থেকে হামলা হয়। চল্ন্ত বাইক থেকেই ছিনেয়ে নেওয়া হয় হাতের ফোন। আর তারপর বাইকে চেপেই চম্পট দেয় দুই দুষ্কৃতীই। এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীদের। রাতেই বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করে ছাত্রের পরিবার।  ঘটনার জেরে ফের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

Updated By: Jan 7, 2016, 10:27 AM IST
ফের দুষ্কৃতী দৌরাত্ম্য সল্টলেকে

ওয়েব ডেস্ক: ফের দুষ্কৃতী দৌরাত্ম্য সল্টলেকে। চলন্ত বাইক থেকে ছিনতাইবাজির ঘটনায় ফের শিরোনামে নিরাপত্তা ইস্যুও। গতরাতে পূর্বাচলের সামনে এক ছাত্রের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চম্পট দেয়  বাইক আরোহী দুই যুবক।  জানা গেছে, ফোনে কথা বলতে বলতে আসার সময়েই পিছন থেকে হামলা হয়। চল্ন্ত বাইক থেকেই ছিনেয়ে নেওয়া হয় হাতের ফোন। আর তারপর বাইকে চেপেই চম্পট দেয় দুই দুষ্কৃতীই। এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীদের। রাতেই বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করে ছাত্রের পরিবার।  ঘটনার জেরে ফের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

.