বাবার ১০০তম জন্ম জয়ন্তীর বছরে ঘোষণা হল, এটাই সঠিক সময়: Sandip Ray

সত্যজিৎ রায় পুরস্কার চালুর ঘোষণা কেন্দ্রের। 

Updated By: Feb 22, 2021, 11:52 PM IST
বাবার ১০০তম জন্ম জয়ন্তীর বছরে ঘোষণা হল, এটাই সঠিক সময়: Sandip Ray

নিজস্ব প্রতিবেদন: দাদাসাহেব ফালকের মতোই 'সত্যজিৎ রায় পুরস্কার' (Satyajit Ray Award) চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। প্রকাশ জাভড়েকরের ঘোষণার পরই প্রশ্ন উঠছে, বাংলার ভোটের দিকে তাকিয়ে কী সিদ্ধান্ত? এনিয়ে কোনও মন্তব্য চাইলেন না সন্দীপ রায়। তাঁর কথায়, 'ভালোই লাগছে। আমরা খুশি।'   

Zee ২৪ ঘণ্টাকে সন্দীপ রায় (Sandip Ray) বলেন,'খুব ভালো লাগছে। আমরা সকলেই খুশি।' আরও আগে কি হতে পারত? সত্যজিৎপুত্রের কথায়,'এটাই সঠিক সময়। বাবার ১০০তম জন্ম জয়ন্তীর বছরে ঘোষিত হল। ভালোই লাগছে।' 

অভিনেতা সাবিত্রী চ্যাটার্জি বলেন,'ভালো লাগছে। এর চেয়ে আনন্দের কী আছে!'      

 সত্যজিৎ রায়ের (Satyajit Ray) সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে অভিনেতা চিরঞ্জিতের। তিনি মনে করেন,'ভোটের আগে ঘোষণা হয়েছে। স্বাভাবিকভাবে সময়টা বিবেচনা করতে হবে। বাঙালি আবেগ উস্কে দিতে চাইছে।'

অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) বলেন,'সত্যজিৎ রায় (Satyajit Ray) ভারত কেন সারা পৃথিবীর বরেণ্য পরিচালক। ঘটনাচক্রে তিনি বাংলার মানুষ। বলাইবাহুল্য তাঁর নামে পুরস্কার হলে ভালো খবর। তবে কেউ নির্বাচনী ফায়দা তুললে খারাপ তো লাগবেই। তবে রাজনৈতির কারণেই যে হচ্ছে, তাতে অবাক হওয়ার কারণ নেই। নির্বাচনে আগে আলাদা মাহাত্ম্য আছে। নির্বাচন পর্যন্ত বাংলার যাবতীয় মনীষীদের প্রবল নাড়াচাড়া চলবে।  মানুষ সবই দেখতে পাচ্ছেন।' 

 শহরের একটি পাঁচতারা হোটেলে এনএফডিসি-র (NFDC) অনুষ্ঠানে সত্যজিৎ রায়ের নামে পুরস্কার চালু করার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভেড়েকর (Prakash Javadekar)।        

আরও পড়ুন- 'ভুল' ঠিকানার জেরে শাহের বিরুদ্ধে অভিষেকের মামলা ফেরত গেল নিম্ন আদালতে

 

.