সন্তোষপুর স্কুলকাণ্ডের আঁচ ছড়ালো রাজ্যজুড়ে

সন্তোষপুর স্কুলকাণ্ডের জেরে বিক্ষোভ এবার সিঁথির স্কুলে। উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় অকৃতকার্য ছাত্রীরা আজ সকাল থেকে ঘেরাও করে রাখে স্কুলের প্রধানশিক্ষিকা ও অন্যান্য শিক্ষিকাদের। তাদের দাবি, টেস্টে পাস করিয়ে দিতে হবে। বেলা এগারোটা থেকে ঘেরাও চলার পর বিকেলের দিকে পুলিস এসে শিক্ষাকাদের ঘেরাওমুক্ত করে। এরপরেই স্কুল চত্বরে অবস্থানে বসে ছাত্রীরা। অবস্থানে যোগ দিয়েছেন অভিভাবকেরা।

Updated By: Dec 19, 2012, 06:50 PM IST

সন্তোষপুর স্কুলকাণ্ডের জেরে বিক্ষোভ এবার সিঁথির স্কুলে। উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় অকৃতকার্য ছাত্রীরা আজ সকাল থেকে ঘেরাও করে রাখে স্কুলের প্রধানশিক্ষিকা ও অন্যান্য শিক্ষিকাদের। তাদের দাবি, টেস্টে পাস করিয়ে দিতে হবে। বেলা এগারোটা থেকে ঘেরাও চলার পর বিকেলের দিকে পুলিস এসে শিক্ষাকাদের ঘেরাওমুক্ত করে। এরপরেই স্কুল চত্বরে অবস্থানে বসে ছাত্রীরা। অবস্থানে যোগ দিয়েছেন অভিভাবকেরা।
সন্তোষপুরের পর এবার ফেল করা ছাত্রছাত্রীদের বিক্ষোভের আঁচ ছড়াল রাজ্যের একাধিক জেলার স্কুলে। আজ বর্ধমানের কালনার কৃষ্ণদেবপুর বালিকা বিদ্যালয়ে শিক্ষিকাদের ঘেরাও করে বিক্ষোভ দেখায় মাধ্যমিকের টেস্টে ফেল করা ছাত্রীরা।  দাবি, অবিলম্বে তাদের  পাস করানোর  ব্যবস্থা করতে হবে স্কুলকে।  দুপুর বারোটা থেকে শুরু হয় বিক্ষোভ ।
পরীক্ষায় অকৃতকার্যদের ফেল করানোর দাবিতে এবার বিক্ষোভ ছড়াল কলেজেও। বরানগরের প্রশান্ত চন্দ্র মহলানবিশ কলেজের তৃতীয় বর্ষের কেমিস্ট্রি পরীক্ষায় পাস করেননি তিরিশ জন ছাত্রী। পুরনো সিলেবাস পড়ানো হলেও প্রশ্নপত্র হয়েছে নতুন সিলেবাসে। অভিযোগ ছাত্রীদের। সেকারণে পাস করানোর দাবিতে দুপুর থেকে কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে রাখেন ছাত্রীরা। পাস না করানো হলে আত্মহত্যার হুমকিও দেন ছাত্রীরা।

.