সারদাকাণ্ডে কেন সিবিআইয়ে ভয় রাজ্যের? প্রশ্ন সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টে চলছে সারদা মামলার শুনানি

Updated By: Apr 9, 2014, 12:43 PM IST

সারাদাকাণ্ডে সিবিআই তদন্ত হলে এত ভয় পাচ্ছেন কেন? সুপ্রিম কোর্ট এমন কথাই জানতে চাইল রাজ্য সরকারের কাছে। আজ সুপ্রিম কোর্টে সারদা মামলার শুনানি ছিল। সেই শুনানিতে দু পক্ষের বক্তব্য শুনেছে আদালত। এই মামলার পরবর্তী শুনানী ১৬ এপ্রিল রাখা হয়েছে।

জনস্বার্থ এই মামলায় বিচারপতি টি এস ঠাকুর ও সি নাগাপান্নের ডিভিশন বেঞ্চ আগামী ১৬ এপ্রিল ফের বক্তব্য শুনবেন। সারদা মামলার হলফনামা পেশ করল রাজ্য সরকার। আদালতে মুখবন্ধ খাম জমা দেয় রাজ্য সরকার।

গত ২৬ মার্চ সুপ্রিম কোর্ট সারদা তদন্তে অসন্তোষের কথা পরিষ্কার জানিয়ে দিয়েছিল। সারদা কাণ্ডকে বড় ধরনের ষড়যন্ত্র বলে উল্লেখ করে সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছিল এতে লাভবান কারা হয়েছে?

সেই সঙ্গে সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে, চার্জশিটে বড় ধরনের ষড়যন্ত্রের কথা উল্লেখ নেই কেন। রাজ্যকে নতুন হলফনামা জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে। ৯ এপ্রিল ফের সারদা মামলার শুনানি হবে।

সারদা সংস্থার টাকা কোথায় গেল, তা নিয়ে সুপ্রিম কোর্টে ৫০০ পাতার রিপোর্ট জমা দেয় রাজ্য সরকার। তা দিয়েও সুপ্রিম কোর্টকে সন্তুষ্ট করতে পারিনি রাজ্য।

সারদা-র আর্থিক কেলেঙ্কারির তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়ে দায়ের হওয়া মামলায় পশ্চিমবঙ্গ সরকারের কাছে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল, পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে সারদা সংস্থা যে হাজার হাজার কোটি টাকা তুলেছিল, তা কোথায় গেল? যদি তার তদন্ত না হয়ে থাকে, তা হলে সেটা গাফিলতি হিসেবেই ধরা হবে বলেও জানিয়ে দিয়েছিল সর্বোচ্চ আদালত।

.