কংগ্রেস-বিজেপির সঙ্গে গোপন জোট করে লড়ছে তৃণমূল, বললেন বিমান বসু

রাজ্য সরকার বনাম নির্বাচন কমিশন থেকে এসএসসি দুর্নীতি সব বিষয়ে সাংবাদিক সম্মেলনে বললেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। সেগুলি এক নজরে-

Updated By: Apr 8, 2014, 10:24 PM IST

রাজ্য সরকার বনাম নির্বাচন কমিশন থেকে এসএসসি দুর্নীতি সব বিষয়ে সাংবাদিক সম্মেলনে বললেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। সেগুলি এক নজরে-

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অগ্রাহ্য করায় সংবিধান অমান্য করছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মানুষই তার জবাব দেবে। মন্তব্য করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

লোকসভা নির্বাচনে কোথাও বিজেপির সঙ্গে, কোথাও আবার কংগ্রেসের সঙ্গে সমঝোতা করছে তৃণমূল। অভিযোগ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু¹। তিনি বলেন, এবারের লোকসভা নির্বাচনে কিছু জায়গায় বিজেপির ভোট বাড়তে পারে।

ডিএম, এসপি বদল নিয়ে রাজ্য-নির্বাচন কমিশন সংঘাত চরমে উঠেছে। বামফ্রন্ট চেয়ারম্যান বসু দাবি করেছেন, এই সমস্যার সমাধানের দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকেই।

অন্য রাজ্যেও এসপি,ডিএম বদলির নির্দেশ হয়েছে। কিন্তু সেখানকার সরকার কোনও হইচই করছে না। তাহলে এই রাজ্যের কেন আপত্তি? প্রশ্ন তুললেন বামফ্রন্ট চেয়ারম্যান।

স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি নিয়ে সোচ্চার হওয়ার চব্বিশ ঘণ্টা মধ্যে পদ থেকে সরানো হয়েছে কমিশনের সহ সচিব অমিতেশ বিশ্বাসকে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর প্রশ্ন, নির্বাচন ঘোষণার পর কমিশনের আওতাভুক্ত থাকায় এভাবে কি তাঁকে বদলি করা যায়?

.