সারাদিন সারদার সাইন বাজল ভোট যুদ্ধে
শাসক-বিরোধী দু-পক্ষের মুখেই সারদা। বিরোধীদের আশা সারদা ইস্যু ভরে দেবে তাদের ভোটের ঝুলি। আর শাসকের দাবি ভোটে এর কোনও প্রভাবই পড়বে না। এক কথায়, সারদার ছায়ায় উপনির্বাচন হল চৌরঙ্গি-বসিরহাটে।
কলকাতা: শাসক-বিরোধী দু-পক্ষের মুখেই সারদা। বিরোধীদের আশা সারদা ইস্যু ভরে দেবে তাদের ভোটের ঝুলি। আর শাসকের দাবি ভোটে এর কোনও প্রভাবই পড়বে না। এক কথায়, সারদার ছায়ায় উপনির্বাচন হল চৌরঙ্গি-বসিরহাটে।
লোকসভা ভোটে বিপুল জয়ের চার মাসের মধ্যে ফের পরীক্ষা দিতে বসে শাসকদলের সামনে সারদার কাঁটা। সারদা-কাণ্ডের সিবিআই তদন্ত শুরুর পর প্রথমবার ভোটের ময়দানে তৃণমূল। রজত মজুমদারকে গ্রেফতার, সিবিআই তদন্তে বারবার শাসক-সারদা যোগাযোগের কথা উঠে আসা-উপনির্বাচনে অক্সিজেন জুগিয়েছে বিরোধীদের। তাঁদের আশা, চৌরঙ্গি ও বসিরহাট দক্ষিণের ভোটাররা সারদা ইস্যুতে শাসকের দিক থেকে মুখ ফিরিয়ে নেবেন।
বসিরহাট দক্ষিণের বিজেপি প্রার্থী জয়ের জন্য সারদা ফ্যাক্টরের দিকে তাকিয়ে। তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূলের দীপেন্দু বিশ্বাস অবশ্য সে কথা মানতে নারাজ। একই দাবি, চৌরঙ্গির তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়েরও। শাসকদলের দাবি, পঞ্চায়েত ও লোকসভা ভোটের মতোই সারদা নিয়ে বিরোধীদের প্রচার তাদের ভোটব্যাঙ্কে ফাটল ধরাতে পারবে না।
উপনির্বাচনের প্রচার পর্বের মতোই ভোটের দিনও সব দলের কথাতেই ঘুরে ফিরে এল সারদা ইস্যু। লাভের কড়ি কে ঘরে তুলল, আর কাকেই বা লোকসানের বোঝা বইতে হল তা জানতে অপেক্ষা করতে হবে মঙ্গলবার পর্যন্ত।