Saradha মামলায় চিত্রশিল্পী শুভাপ্রসন্নকে ফের তলব ED-র
ওই একই মামলায় নোটিস দেওয়া হয়েছে তৃণমূল নেতা সমীর চক্রবর্তীকে
নিজস্ব প্রতিবেদন: বিপাকে শিল্পী শুভাপ্রসন্ন। সারদাকাণ্ডে চিত্রশিল্পী শুভাপ্রসন্নকে ফের নোটিস দিল এনফোর্সমেন্ট ডিইরেক্টরেট। এমনটাই খবর ইডি সূত্রে।
সারদাকাণ্ডের তদন্তে আগামী ১৫ মার্চ ইডির দফতরে হাজিরা দিতে হবে শুভাপ্রসন্নকে(Subhaprasanna)। ওই একই মামলায় নোটিস দেওয়া হয়েছে তৃণমূল নেতা সমীর চক্রবর্তীকে। আগামী ১২ মার্চ তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। আজ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ফুটবাল কর্তা দেবব্রত সরকারকে। এমনটাই জানা যাচ্ছে ইডি(ED) সূত্রে।
আরও পড়ুন-টিকিট ক্ষোভে 'বেসুরো' পশ্চিম মেদিনীপুরের দাপুটে TMC নেতা
বেশকিছু দিন পরে ফের সারদা মামলায় তত্পরাতা শুরু করেছে কেন্দ্রীয় আর্থিক তদন্ত সংস্থা। ইডি সূত্রে খবর, সারদা মামলার তদন্ত প্রায় শেষপর্যায়ে। সারদা মামলায় যে টাকা লেনদেন হয়েছিল তা খতিয়ে দেখার জন্য ফের ওই দুজনকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়ে পড়েছে।
আরও পড়ুন- প্রার্থী পছন্দ নয়, দলের ভিতর দ্বন্দ্ব ঘিরে বিড়ম্বনায় অনুব্রত মন্ডল
উল্লেখ্য, সারদা মামলায় সম্প্রতি ২ বার জেরা করা হয়েছে তৃণমূল নেতা কুণাল ঘোষকেও। গত লেকাসভা নির্বাচনের সময়ে একবার শুভাপ্রসন্নকে সারদা মামলায় জেরা করেছিল সিবিআই। এবার ইডি।