রাজনীতিতে 'হাতে খড়ি' দেওয়া Mukul-র বাড়িতে Saumitra, শুরু রাজনৈতিক জল্পনা

শুধুই কি কাকিমার খোঁজ নিতে 'রাজনৈতিক গুরু' মুকুল রায়ের (Mukul Roy) বাড়ি গিয়েছিলেন সৌমিত্র (Saumitra Khan)?

Updated By: Jun 6, 2021, 09:40 PM IST
রাজনীতিতে 'হাতে খড়ি' দেওয়া Mukul-র বাড়িতে Saumitra, শুরু রাজনৈতিক জল্পনা

নিজস্ব প্রতিবেদন: আচমকা রবিবার বিকেলে মুকুল রায়ের (Mukul Roy) বাড়িতে হাজির হলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। সাম্প্রতিক ঘটনার ঘনঘটায় মুকুল-সৌমিত্র মোলাকাত নিয়ে শুরু হয়েছে জল্পনা। সৌমিত্র খাঁ বলেন,''মুকুলদার কাছে রাজনীতিতে হাতে খড়ি হয়েছে আমার। আজকের সম্পর্ক নয়।''             

বিষ্ণুপুরে দিলীপ ঘোষের ডাকা সাংগঠনিক বৈঠকে অংশ নেননি সৌমিত্র খাঁ (Saumitra Khan)। লকডাউনের কারণে যাননি বলে ব্যাখ্যা দিয়েছিলেন। সেই সৌমিত্রই (Saumitra Khan) বিধিনিষেধের মাঝে রবিবার হাজির হলেন সল্টলেকের বিডি ব্লকে মুকুলের বাড়িতে। তখন সেখানে ছিলেন মুকুলপুত্র শুভ্রাংশু রায়ও। বেশ খানিকক্ষণ থাকার পর বেরিয়ে এসে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ জানান,''মুকুল'দার সঙ্গে আজকের সম্পর্ক নয়। ওঁর কাছে রাজনীতিতে হাতে খড়ি। কাকিমার শরীর খারাপ। খোঁজ খবর নিতে এলাম। মুকুল রায়ের সঙ্গে রাজনৈতিক আলোচনাও করেছি।'' 

শুধুই কি কাকিমার খোঁজ নিতে 'রাজনৈতিক গুরু' মুকুল রায়ের (Mukul Roy) বাড়ি গিয়েছিলেন সৌমিত্র (Saumitra Khan)? গত কয়েকদিনের ঘটনাক্রমে নজর রাখলেই বোঝা যাবে কেন এই প্রশ্ন উঠছে। দিন কয়েক আগে ফেসবুকে দলকে আত্মসমালোচনা পাঠ দিয়ে বেসুরো বেজেছিলেন বীজপুরের বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায়। গত সপ্তাহেই করোনায় আক্রান্ত মুকুল-জায়া কৃষ্ণা রায়কে দেখতে হাসপাতালে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পরে ওই রাতেই মুকুলের স্ত্রীকে দেখতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। অভিষেকের এমন সৌজন্যের প্রশংসা শোনা গিয়েছে শুভ্রাংশুর মুখে। সেখানে দিলীপ ও মুকুলের মন্তব্য-পাল্টা মন্তব্যে স্পষ্ট হয়েছে, দুই নেতার মাঝে 'অল ইজ নট ওয়েল।' 

মুকুলের হাত ধরে বিজেপিতে এসেছেন সৌমিত্র খাঁ (Saumitra Khan)। তিনিও এখন খবরে। ছেড়েছেন দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ। রাজ্য সভাপতির বৈঠকে থেকেছেন অনুপস্থিত। এসব বিতর্কের মাঝে এ দিন মুকুলের বাড়িতে হাজির হলেন সৌমিত্র। নেহাতই সৌজন্য সাক্ষাৎ নাকি জল অনেক দূর গড়িয়েছে? সমস্ত জল্পনা নস্যাৎ করে এ দিন তিনি বলেন,''আমি ভারতীয় জনতা পার্টির একজন দায়িত্বশীল নেতা। দল থেকে বেরিয়ে যাওয়া বা ছাড়ার কোনও মানসিকতাই নেই। বিজেপিতে আমি খুব ভালো নিঃশ্বাস নিতে পারছি। যাঁদের দমবন্ধ হচ্ছে তাঁদের আলাদা ব্যাপার।''

আরও পড়ৃুন- দলেই বিভীষণ! Dilip-কে ঘিরে বিক্ষোভের পরিকল্পনা ভাইরাল অডিয়ো ক্লিপে

.