দলেই বিভীষণ! Dilip-কে ঘিরে বিক্ষোভের পরিকল্পনা ভাইরাল অডিয়ো ক্লিপে

গত ৪ জুন চুঁচুড়ায় দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। 

Updated By: Jun 6, 2021, 07:50 PM IST
দলেই বিভীষণ! Dilip-কে ঘিরে বিক্ষোভের পরিকল্পনা ভাইরাল অডিয়ো ক্লিপে

নিজস্ব প্রতিবেদন: চুঁচুড়ায় দিলীপ ঘোষকে (Dilip Ghosh) ঘিরে বিক্ষোভ কি পূর্ব পরিকল্পিত? ফোনে কথোপকথনের একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হওয়ার পর উঠছে এই প্রশ্ন। তাতে শোনা যাচ্ছে, হুগলি সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সুবীর নাগ, দিলীপকে ঘিরে বিক্ষোভের নির্দেশ দিচ্ছেন দলীয় কর্মীকে। সুবীর নাগের দাবি, এটি ভুয়ো। তাঁর কণ্ঠস্বর নয়।  

গত ৪ জুন চুঁচুড়ায় দিলীপ ঘোষকে (Dilip Ghosh) ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা (BJP Supporters)। হুগলি সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চট্টোপাধ্যায়ের অপসারণের দাবি করেন তাঁরা। সে সময় অভিযোগ ওঠে, গোটা ঘটনার পিছনে হাত রয়েছে দলের প্রাক্তন জেলা সভাপতি সুবীর নাগের। এবার ভাইরাল একটি অডিও ক্লিপ। তাতে শোনা গিয়েছে, এক প্রান্তের কণ্ঠস্বর সুবীর নাগের। অন্যটায় জনৈক বিজেপি কর্মীর। অডিয়ো ক্লিপটির সত্যতা যাচাই করেনি Zee ২৪ ঘণ্টা ডিজিটাল।    

কণ্ঠ ১: হ্যাঁ দাদা নমস্কার। 

কণ্ঠ ২: শোন আজকে দিলীপদা ৪টের সময় আসছেন। 

কণ্ঠ ১: আচ্ছা।

কণ্ঠ ২ : তোর তো অনেক বক্তব্য আছে। যারা তোর ফলোয়ার আছে, কিছু লোক নিয়ে চলে যাবি। দিলীপদার সামনে বিক্ষোভটা হওয়া উচিত।

কণ্ঠ ১: আচ্ছা।

কণ্ঠ ২ : অনেকেই অনেকের বিষয়ে জানাবে, ক্ষোভ উগড়ে দেবে। তুই ভালো বলতেও পারিস। যে কথা আমায় বলছিলি, ওটা দিলীপদাকে বলবি।

কণ্ঠ ১: ঠিক আছে।

কণ্ঠ ২ : আর আজকে যদি ঠিকঠাক ক্ষোভ উগড়ানো হয়, তাহলে মোটামুটি আশা করা যায়, কিছু একটা হওয়ার সম্ভাবনা থাকবে।

কণ্ঠ ১: ঠিক আছে।

কণ্ঠ ২ : বলবে, বলতে দেবে না, এটা এর মিটিং নয়, ওটা ওমুক নয়। বলতে হবে আপনাকে শুনতে হবে, আপনি  আসেননি কেন এতদিন? জেলাটায় আজকে ৭ খানা বিধানসভা জেতা, সেখান থেকে আপনারা একটাও জিততে পারলেন না, এর জন্য দায় আপনারা নেবেন না? আপনারা শুনবেন না আমাদের কথা ? 

কণ্ঠ ১: একদম।

কণ্ঠ ২ : আজকে আমার বিধানসভা এলাকায় একটা লোককে এরকমভাবে কিছু দিয়ে দেওয়া হল, কার স্বার্থে?

কণ্ঠ ১: আজকে ঢুকবে তাই তো, ৪টের সময়? বলছি পার্টি অফিসে ঢোকার আগেই কি রাস্তায় আটকে দেব নাকি?

কণ্ঠ ২ : যেটা যা হবে, বিক্ষোভ দেখানো, গেটের সামনে অবস্থান করে ফেলা, যা হবে।

কণ্ঠ ১: ঠিক আছে, ঠিক আছে।

কণ্ঠ ২ : দিলীপ ঘোষ যেন টের পায় যে, এই  জেলা চলছে না।

কণ্ঠ ১ : একদম একদম, ঠিক আছে।

কণ্ঠ ২ : বলবে, বলতে দেবে না, এটা এর মিটিং নয়, ওটা ওমুক নয়। বলতে হবে আপনাকে শুনতে হবে, আপনি  আসেন নি কেন এতদিন? জেলাটা আজকে ৭খানা বিধানসভা জেতা, সেখান থেকে আপনারা একটাও জিততে পারলেন না, এর জন্য দায় আপনারা নেবেন না? আপনারা শুনবেন না আমাদের কথা ? 

কণ্ঠ ১: একদম। 

কণ্ঠ ২ : আজকে আমার বিধানসভা এলাকায় একটা লোককে এরকমভাবে কিছু দিয়ে দেওয়া হল, কার স্বার্থে?

কণ্ঠ ১: আজকে ঢুকবে তাই তো, ৪টের সময়? বলছি পার্টি অফিসে ঢোকার আগেই কি রাস্তায় আটকে দেব নাকি?

কণ্ঠ ২ : যেটা যা হবে, বিক্ষোভ দেখানো, গেটের সামনে অবস্থান করে ফেলা, যা হবে। 

কণ্ঠ ১: ঠিক আছে, ঠিক আছে। 

কণ্ঠ ২ : দিলীপ ঘোষ যেন টের পায় যে, এই  জেলা চলছে না। 

কণ্ঠ ১ : একদম একদম, ঠিক আছে। 

হুগলি জেলায় রাজনীতিতে সুবীর-লকেট দ্বন্দ্ব সুবিদিত। সদ্য শেষ হওয়া বিধানসভা ভোটে চুঁচুড়া থেকে দাঁড়াতে চেয়েছিলেন সুবীর নাগ। দল টিকিট দেয় লকেট চট্টোপাধ্যায়কে। অভিমানে রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার কথাও ঘোষণা করে দিয়েছিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি। ভোটের ফলে স্পষ্ট, হুগলি সাংগঠনিক জেলায় খালি হাতে ফিরেছে গেরুয়া শিবির। অডিয়ো ক্লিপের কণ্ঠস্বরটি তাঁর নয় বলে দাবি করেছেন  সুবীর নাগ। বর্তমান সভাপতির নাম করে না করে তিনি জানান, ''যাঁরা আমার সঙ্গে প্রতিনিয়ত ফোনে কথা বলেন, প্রত্যেকে বুঝতে পারবেন ওই গলাটি আমার নয়। আমার বিপরীতে যিনি আছেন, তিনি তিলকে তাল করতে জানেন। তাঁর সঙ্গে আমার ৩ বছর কথা হয়নি। আমি সভাপতি থাকালীন সে প্রতিদিনই ভিডিয়ো করত।''   

বিক্ষোভের পিছনে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছিল বিজেপির একাংশ। অডিও ক্লিপ সামনে আসতেই সুর চড়িয়েছে ঘাসফুল শিবির। তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন,''প্রমাণ তো হয়ে গেল। নিজেদের লোকেরাই বিক্ষোভের নির্দেশ দিচ্ছে।'' তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, দমবন্ধ পরিবেশ বিজেপিতে। বিজেপির ভিতরেই এখন সমস্যা।

আরও পড়ুন- জুনেই রাস্তায় নেমে আন্দোলনে BJP, জেলায় জেলায় নেতৃত্বকে প্রস্তুতির বার্তা

 

.