'তৃণমূলের সব ইট, পিলার, বিম ৬ মাসে খসে পড়বে', চ্যালেঞ্জ সায়ন্তনের

"এখন আর পিসি-ভাইপো নেই। পিকে-র হাতে পার্টি চলে গিয়েছে।"

Updated By: Aug 14, 2019, 04:37 PM IST
'তৃণমূলের সব ইট, পিলার, বিম ৬ মাসে খসে পড়বে', চ্যালেঞ্জ সায়ন্তনের

নিজস্ব প্রতিবেদন : আগামী ৬ মাসের গোটা তৃণমূল দলটাই বিজেপিতে নাম লেখাবে। আজ শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগদান নিশ্চিত হতেই এমন দাবি করলেন সায়ন্তন বসু। ফোনে Zee ২৪ ঘণ্টাকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন, "৬ মাসের মধ্যে তৃণমূলের কংগ্রেসের সবকটা ইট খসে পড়বে। যতগুলো পিলার আছে, যতগুলো বিম আছে তৃণমূল কংগ্রেসের। সবগুলো খসে পড়বে।"

পাশাপাশি, প্রশান্ত কিশোরের সঙ্গে তৃণমূলের গাঁটছড়া বাঁধা নিয়েও কটাক্ষ করেন তিনি। বলেন, "আগে শুধু পিসি-ভাইপোর কথায় পার্টি চলত। এখন আর পিসি-ভাইপো নেই। পিকে-র হাতে পার্টি চলে গিয়েছে। ডব্লিউবিসিএস অফিসারদের ধমকে চমকে ফাইল নিয়ে চলে আসছেন I-PAC এর সদস্যরা।"

আরও পড়ুন, শোভনের পিছন পিছন আজই কি বিজেপিতে সব্যসাচী?

প্রসঙ্গত, আজ বিজেপিতে যোগ দিচ্ছেন শোভন চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই দিল্লিতে বিজেপি সদর দফতরে পৌঁছে গিয়েছেন শোভনবাবু। তাঁর সঙ্গে রয়েছেন বৈশাখি বন্দ্যোপাধ্য়ায়ও। এদিকে শোভনের বিজেপিতে যোগদান নিশ্চিত হতেই উস্কে উঠেছে সব্যসাচী দত্তের বিজেপিতে যোগদানের সম্ভাবনা। এই পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা সায়ন্তন বসুর মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

.