খুনে বেআব্রু নিরাপত্তা

শিয়ালদা স্টেশনে মহিলার ছুরিকাহত হওয়ার ঘটনায় সামনে চলে এল নিরাপত্তার ঢিলেঢালা ছবিটা। জিআরপি অফিসের সামনে ঘটনা ঘটলেও কোনও নিরাপত্তাকর্মীই উদ্ধারের জন্য এগিয়ে আসেননি বলে অভিযোগ। এমনকী, ঘটনা ঘটে যাওয়ার পরেও নিরাপত্তা কর্মীদের দেখা যায়নি।

Updated By: May 27, 2012, 08:50 AM IST

শিয়ালদা স্টেশনে মহিলার ছুরিকাহত হওয়ার ঘটনায় সামনে চলে এল নিরাপত্তার ঢিলেঢালা ছবিটা। জিআরপি অফিসের সামনে ঘটনা ঘটলেও কোনও নিরাপত্তাকর্মীই উদ্ধারের জন্য এগিয়ে আসেননি বলে অভিযোগ। এমনকী, ঘটনা ঘটে যাওয়ার পরেও নিরাপত্তা কর্মীদের দেখা যায়নি।
শনিবার রাত নটা পনেরো, শিয়ালদা প্ল্যাটফর্ম চত্ত্বরে অসংখ্য মানুষ ট্রেন ধরার জন্য অপেক্ষা করছেন। প্ল্যাটফর্ম জুড়ে সন্ধের মেজাজ। তারই মধ্যে মহিলাকে ছুরি দিয়ে আঘাত করছেন এক ব্যক্তি। চিত্কার, চেঁচামেচি সত্বেও দেখা নেই কোনও নিরাপত্তাকর্মীর।
 
অথচ বছরখানেক আগেও প্ল্যাটফর্মে ঢোকার মুখে মোতায়েন থাকতেন নিরাপত্তারক্ষীরা। কিন্তু এখন নিরাপত্তারক্ষীদের জন্য একটি স্থায়ী কাঠামো তৈরি হয়েছে। কাঠামোর গায়ে লেগেছে নীল-সাদা রঙও। তবে দেখা নেই একজন নিরাপত্তারক্ষীরও। দীর্ঘদিন ধরে কাজ করছে না মেটাল ডিটেক্টর।
 
যেখানে ছুরিকাহত হলেন মহিলা, তার ঠিক সামনেই জিআরপি অফিস। ডানদিকে রয়েছে টিকিট কাউন্টার। এতক্ষণ ধরে এই ঘটনা ঘটল, অথচ কোনও নিরাপত্তারক্ষী এলেন না কেন, বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।
 
এমনকী ঘটনা ঘটে যাওয়ার পরেও প্ল্যাটফর্ম চত্বরে কোনও নিরাপত্তারক্ষীই নজরে আসেনি। শিয়ালদার মতো ব্যস্ততম স্টেশনে নিরাপত্তার এমন বেআব্রু চিত্র আশঙ্কায় রেখেছে নিত্যযাত্রীদের।
 
 
 
      

.