কু প্রস্তাবে সাড়া না দেওয়ায় মহিলা কনস্টেবলকে মানসিক অত্যাচারের অভিযোগ নিউটাউন থানার আইসির বিরুদ্ধে

কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় এক মহিলা কনস্টেবলকে মানসিক নির্যাতনের অভিযোগ উঠল নিউটাউন থানার আইসির বিরুদ্ধে। মহিলা কনস্টেবলের অভিযোগ, তাঁর দেড় বছরের শিশু কয়েকদিন ধরে গুরুতর ভাবে অসুস্থ। তার জন্য আইসি অশেষ বিক্রম দস্তিদারের কাছে চাইল্ড কেয়ার লিভ চেয়েছিলেন তিনি। কিন্তু ছুটি চাওয়ায়, ওই অফিসার তাঁকে কুপ্রস্তাব দেন বলে অভিযোগ করেছেন মহিলা কনস্টেবল। যাকে এককথায় যৌন হেনস্থা বলেই অভিযোগ করেছেন তিনি।

Updated By: Nov 18, 2013, 06:35 PM IST

কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় এক মহিলা কনস্টেবলকে মানসিক নির্যাতনের অভিযোগ উঠল নিউটাউন থানার আইসির বিরুদ্ধে। মহিলা কনস্টেবলের অভিযোগ, তাঁর দেড় বছরের শিশু কয়েকদিন ধরে গুরুতর ভাবে অসুস্থ। তার জন্য আইসি অশেষ বিক্রম দস্তিদারের কাছে চাইল্ড কেয়ার লিভ চেয়েছিলেন তিনি। কিন্তু ছুটি চাওয়ায়, ওই অফিসার তাঁকে কুপ্রস্তাব দেন বলে অভিযোগ করেছেন মহিলা কনস্টেবল। যাকে এককথায় যৌন হেনস্থা বলেই অভিযোগ করেছেন তিনি।
আইসির প্রস্তাবে সাড়া না দেওয়ায়, মহিলার ছুটি তো মঞ্জুর হয়ইনি। উল্টে লকআপ পাহারার দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় আইসি তাঁকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেন বলেও অভিযোগ করেছেন ওই মহিলা। নিরুপায় হয়ে, জ্বরে আক্রান্ত শিশুকে নিয়েই ডিউটি করছেন তিনি।

.