বামনগাছির ছায়া কলকাতায়, বাগমারিতে প্রতিবাদে প্রহৃত যুবকরা

বামনগাছির ছায়া কলকাতায়, বাগমারিতে প্রতিবাদে প্রহৃত যুবকরা

Updated By: Jul 7, 2014, 08:29 AM IST

বামনগাছির ছায়া খাস কলকাতায়। উত্তর কলকাতার বাগমারিতে বেআইনি মদ ব্যবসার প্রতিবাদ করায় প্রহৃত হলেন স্থানীয় কয়েকজন যুবক। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শেষ পর্যন্ত রবিবার রাতে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ চরমে পৌছল। তৃণমূলের দলীয় কার্যালয়ের পাশে মদের ঠেক ভেঙে দিলেন বাসিন্দারা। পরে পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকায় তোলাবাজি। আর রমরমিয়ে বেআইনি মদের ব্যবসা। এমনকি স্থানীয় ক্ষুদিরাম ক্লাবের উদ্যোগে এলাকায় মন্দির তৈরির বিষয়েও নাক গলাচ্ছিল দুষ্কৃতীরা। বাসিন্দাদের অভিযোগ, এসবই তৃণমূল নেতাদের মদতে। প্রতিবাদ করেছিলেন, স্থানীয় বিপ্লবী ক্ষুদিরাম স্পোর্টিং ক্লাবের সদস্যরা। রবিবার রাতে দুষ্কৃতীদের টার্গেট হলেন তাঁরা। চলল বেধড়ক মারধর। ক্লাবে ভাঙচুর।

এরপর বেড়িয়ে আসেন ক্ষুব্ধ বাসিন্দারা। গোটা এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দফায় দফায় দুষ্কৃতীদের সঙ্গে ধাক্কাধাক্কা, মারপিঠ। জখম হন বেশ কয়েকজন। ঘটনাস্থলে পৌছয় মানিকতলা থানার পুলিস। পুলিসের সামনেই এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ের পাশে মদের ঠেক ভেঙে দেন বাসিন্দারা।

বাসিন্দাদের অভিযোগ, বারবার জানানো সত্বেও কোনও ব্যবস্থাই নেয়নি পুলিস। তাঁরা বলছেন, পুলিস ব্যবস্থা নিলে হয়ত এত কিছু তাঁদের করতে হোত না।

.