কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্বাচনে জোর শাকিল আহমেদের

পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর পক্ষেই সওয়াল করলেন কংগ্রেস নেতা শাকিল আহমেদ। রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে রাজ্য নির্বাচন কমিশনের পরামর্শ মত কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট করানো উচিত বলে মন্তব্য করেন শাকিল আহমেদ। পঞ্চায়েত ভোটের রণকৌশল সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা করতে বিধানভবনে বৈঠকে যোগ দিয়েছেন শাকিল আহমেদ।

Updated By: Mar 30, 2013, 01:27 PM IST

পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর পক্ষেই সওয়াল করলেন কংগ্রেস নেতা শাকিল আহমেদ। রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে রাজ্য নির্বাচন কমিশনের পরামর্শ মত কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট করানো উচিত বলে মন্তব্য করেন শাকিল আহমেদ।
পঞ্চায়েত ভোটের রণকৌশল সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা করতে বিধানভবনে বৈঠকে যোগ দিয়েছেন শাকিল আহমেদ।
শুক্রবার রাজভবন থেকে বেড়নোর মুখে সাংবাদিকদের পঞ্চায়েত মন্ত্রী বলেন ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনা রাজ্যের পক্ষে সম্ভব নয়। দু`দফায় নির্বাচন সহ এখনও রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের বিরোধ এখনও তুঙ্গে।
বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে রাজ্যপালের সঙ্গে দেখা করার পর পঞ্চায়েতমন্ত্রীকে তলব করেন এম কে নারায়ণন। পর দিনই রাজভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন সুব্রত মুখোপাধ্যায়।

.